আমাদের সিলেট ডটকম:
নগরীর শাহজালাল উপশহরে অবস্থিত মীরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়ার আবাসিক হোস্টেলে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। পুলিশের উপস্থিতিতেই তারা হোস্টেল লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শাহজালাল উপশহর ডি ব্লকে আজ বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল কিশোরের মধ্যে মারামারি হয়। এ সময় এক কিশোরের পক্ষ নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায় ছাত্রলীগের কয়েক জন কর্মী।স্থানীয় ছাত্রলীগের একটি সূত্র জানা গেছে,সংঘর্ষে জড়িতদের কয়েকজন দৌড়ে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় তিব্বিয়া কলেজ সংলগ্ন শাহজালাল জামেয়ার ছাত্রাবাসে। এ সময় সন্ধ্যা ৬টার দিকে আকস্মিকভাবে ছাত্রলীগ কর্মীরা জামেয়ার ছাত্রাবাস লক্ষ্য করে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে শাহপরান থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগ কর্মীরা পুলিশকে জানায় সংঘর্ষে জড়িতদের কয়েক জন আশ্রয় নিয়েছে জামেয়া ছাত্রাবাসে। ফলে, সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সদস্যরা তল্লাশী করতে যায় ছাত্রাবাসে। পুলিশের উপস্থিতি জানতে পেরে জামেয়ার অধ্যক্ষ মজির উদ্দিন সেখানে গেলে পুলিশ তার উপস্থিতিতেই ছাত্রাবাসে ঢুকে। এ সময় পুলিশ সবগুলো কক্ষ তছনছ করে। আবাসিক ছাত্রদের এ সময় তারা একটি কক্ষে নিয়ে ঘণ্টা খানেক আটকে রাখে। পুলিশ যখন হোস্টেলে তল্লাশী চালাচ্ছিল তখন ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী হোস্টেলটি ঘিরে রাখে।
শাহজালাল জামেয়ার অধ্যক্ষ মজির উদ্দিন জানান, আবাসিক ছাত্রদের সবাই এসএসসি ও জেএসসি পরীক্ষার্থী পুলিশের উপস্থিতিতে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা তল্লাশির পর পুলিশ যখন হোস্টেল ছেড়ে বেরিয়ে আসে, তখন ছাত্রলীগ কর্মীরা জামায়াত-শিবির বিরোধী স্লোগান দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ কর্মীরা আবারো হোস্টেল ভবন লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিভিন্ন মামলার আসামী কয়েক জন শিবির কর্মী ঐ ছাত্রাবাসে অবস্থা করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল। তবে, কাউকে আটক করা যায়নি।
শাহজালাল জামেয়া হোস্টেলে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর
Sunday, March 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment