আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন এলাকায় ডাকাতির প্রস’তিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ আন্তজেলা ডাকাত দলের ৪ ডাকাতকে এলাকাবাসির সহযোগিতায় আটক করে পুলিশে।
এ সময় এলাকাবাসি ডাকাতদের গনধোলাই দেয়।
আটককৃতরা হলো- ফেনী জেলার চর সোনাগাজী এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে আব্দুস শুকুর (২৯), লক্ষিপুর জেলার লতিফপুর এলাকার লোকমান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৮), বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার সোবহান মিয়ার ছেলে নুর্বল ইসলাম (৩৫) ও একই উপজেলার দাসেরবাজার এলাকার আমির উদ্দিনের ছেলে জালাল উদ্দিন সুনু (৩০)।
এলাকাবাসি ও থানা পুলিশ সুত্র জানায়, সোমবার ( ১০ মার্চ ) ভোররাতে দাসেরবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে বড়লেখা থানার এসআই মাহবুবুর রহমান ও কাওছার্বজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতদের আটক করতে সহযোগিতার জন্য মোবাইল ফোনে এলাকার লোকজনকে অবগত করেন। এলাকাবাসির সহযোগিতায় দাসেরবাজার এলাকার বৈশারকোনা ব্রীজ থেকে ৪ জন ডাকাতকে আটক করে পুলিশে। তবে এদের সাথে থাকা অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসি ডাকাতদের গনধোলাই দেয়। তাদের সাথে মানুষ বাঁধার সুতলি, ২টি মুখোশ, ২টি রামদা, ২টি বটি দা, ১টি শাবল ও ১টি ছোরা পাওয়া যায়।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের প্রাথমিক চিকিৎসা শেষে থানাহাজতে জিজ্ঞাসাবাদের আটক রাখা হয়েছে। বিকালে সংশিৱষ্ট আইনে মামলাদায়েরসহ এদের আদালতে প্রেরন করা হবে। ডাকাতরা বড়লেখা সহ বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান। পালিয়ে যাওয়া অন্য ডাকাতসহ অন্যান্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের সাড়াশি অভিযান চলছে।
বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ ৪ ডাকাত আটক
Monday, March 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment