আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমার জালালপুরে পুলিশের উপস্থিতিতেই দুটি কেন্দ্র দখল করে ব্যালট টেবিল কাস্ট করেছে সরকারী দলের নেতাকর্মীরা। এ সময় ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ২ সাংবাদিক। এছাড়া, এক আলোকচিত্রীর ক্যামেরা লুটে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, সরকারী দল সমর্থিত ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবু জাহিদের নেতৃত্বে আজ বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী জালালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে পড়ে। কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের চোখের সামনেই তারা ভোট দিতে আসা লোকজনের উপর হামলা চালায়। এ সময় ভোটাররা আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। এক পর্যায়ে হামলাকারীরা প্রিসাইডিং অফিসারের কৰে ঢুকে সবগুলো ব্যালট পেপার বই লুটে নেয়। তারা পোলিং বুথে ঢুকে সকল এজেন্টকে বের করে দিয়ে প্রকাশ্যে সীল মেরে ব্যালট পেপার ঢুকাতে থাকে ব্যালট বক্সে। এ সময় সাপ্তাহিক সিলেটের হালচাল পত্রিকার এক আলোকচিত্রী এ দৃশ্য ধারণ করতে গেলে আওয়ামী লীগ কর্মীরা তাকে মারধর করে ও তার ক্যামেরা কেড়ে নেয়। আক্রান্ত আলোকচিত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীদের হাতে লাঞ্ছিত হন দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল ও বাংলা ভিশনের আলোকচিত্রী জয়নাল আবেদীন।
এ সময় পুলিশ কেন্দ্রের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগ কর্মীদের বের করে না দিয়ে কেন্দ্র প্রাঙ্গণে অবস্থানরত ভোটারদের উপর লাঠিচার্জ করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঐ কেন্দ্রে পৌঁছালে প্রায় আধ ঘণ্টা সীল মারা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্র ছেড়ে চলে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে খুঁজে পাওয়া যায়নি। মোগলাবাজার থানার ওসি ঘটনাস্থলে পৌছালেও তিনি গণমাধ্যমকে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আক্রান্ত সাংবাদিকদের জবানবন্দি গ্রহণ করেন।
বিকের সাড়ে ৩টার দিকে দোয়াত কলম সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারের কাছে ভোট বাতিলের জন্য লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে কথা বলার জন্য প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামের কাছে গেলে তিনিও কোন মন্তব্য করতে রাজি হননি।
একই কায়দায় বিকেল ৩টার দিকে জালালপুর মাদ্রাসা কেন্দ্রে ঢুকে সকল পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেয়া আওয়ামী লীগ কর্মীরা। তারা এ সময় দরজা বন্ধ করে প্রায় ২০ মিনিট তারা টেবিল কাস্ট করে। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভোটাররা।
দৰিণ সুরমার জালালপুরে দুটি কেন্দ্র দখল করে আ’লীগ প্রার্থীর পক্ষে ব্যালট লুট-টেবিল কাস্ট ২ সাংবাদিক লাঞ্ছিত : ক্যামেরা লুট
Saturday, March 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment