আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতাকারী তিনজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।
বহিস্কৃতরা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম পল্লব ও খসরুল হক এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়ছল আহমদ।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ২৬ জানুয়ারী ২০১৪ তারিখের এক পত্রের নির্দেশ অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে তাদের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই এবং এদের সাথে দলের কোন স্তরের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে আনারস মার্কায়, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনুকে তালা মার্কায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান রুমা চক্রবর্তীকে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে চলমান উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বস-রের নেতা-কর্মী সহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিয়ানীবাজারে আ’লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
Friday, March 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment