টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নগরী রাজপথে আলপনা আঁকা শুরু হচ্ছে নগর জুড়ে

Monday, March 10, 2014

আমাদের সিলেট ডটকম:

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের নগরী সিলেটের রাজপথে নিজস্ব সংস্কৃতির পরিচয় তুলে ধরতে আলপনা আঁকা শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে তারা নগরীর বিভিন্ন সড়কে আলপনা আঁকার কাজ শুরু করে।

নগরীর শোভাবর্ধনের জন্য এই উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এ কাজে যোগ দিচ্ছে সিলেটের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও।

আর মাত্র হাতে গনা কিছু দিন পরেই পর্দা উঠছে টি-টুয়েন্টির। তার আগেই নগরীর রোজ-ভিউ হোটেল থেকে লাক্কাতুরা সিলেট বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত আলপনা আঁকা হবে বলে জানা গেছে । এই আলপনা শিল্পের পুরো কাজ বাস্তবায়ন ও পরিকল্পনায় থাকবে শাবির স্থাপত্য বিভাগ।

সিটি কর্পোরেশন সূত্র জানা যায়, আলপনা আঁকার কাজ চলবে ১০ থেকে ১৪ মার্চ। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ চলবে। হোটেল রোজ-ভিউ এর সামনে থেকে নাইওরপুল হয়ে চৌহাট্টা,আম্বরখানা পয়েন্ট হয়ে লাক্কাতুরা বিমানবন্দর সড়ক পর্যন্ত আলপনা আঁকা হবে। যখন রাস্তার একটি অংশে কাজ চলবে তখন সেই অংশে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকবে।

ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বিশ্বকাপের কাউন্টডাউন সম্বলিত সুসজ্জিত ইলেকট্রনিক ওয়াচ স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপের লোগো সম্বলিত বিলবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।বিশ্বকাপ উপলক্ষে নগরীর সৌন্দর্য বর্ধনের কাজ সমন্বিতভাবে করা হচ্ছে। আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্ট ও সরকারের সহযোগিতায় কাজ করছে সিটি কর্পোরেশন ও সিলেটের প্রশাসন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License