পানি কমে যাওয়ায় ছাতকের নাইন্দার হাওরে মাছধরা উৎসব শুরু ॥ চলবে সপ্তাহব্যাপী ॥ অংশ নিচ্ছে নানা বয়সের মানুষ

Friday, March 14, 2014

পানি কমে যাওয়ায় ছাতকের নাইন্দার হাওরে মাছধরা উৎসব


শুরু ॥ চলবে সপ্তাহব্যাপী ॥ অংশ নিচ্ছে নানা বয়সের মানুষ


altআব্দুল আলিম, ছাতক : সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরে হাত দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে নানা বয়সের মানুষ। প্রতিবছর পানি কমে গেলে এমনি উৎসবে মাতে আশেপাশের গ্রামের মানুষজন। কারণ তখন খুব সহজেই হাত দিয়ে মাছ ধরা যায়।

বৃহস্পতিবার ১৩ মার্চ কয়েকশ মানুষ খালি হাতে মাছ শিকারের এই উৎসব শুরু করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন এই মাছধরা উৎসব চলবে সপ্তাহব্যাপী। এ সময়ে বেশ মাছ ধরা পড়ে।

মাছ শিকারে আসা লোকজন জানিয়েছেন, নাইন্দার হাওরের পানি কমে গেলে প্রতিবছর হাত দিয়ে ছোটবড় মাছ ধরার সুযোগ সৃষ্টি হয়। হাওরপাড়ের মানুষ এই সুযোগকে কাজে লাগায়। তখন এলাকায় উৎসবের আমেজ জেগে উঠে।

তবে এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন মৎসজীবী সমিতির নাম ব্যবহার করে প্রভাবশালীরা বৈধ-অবৈধ জাল ব্যবহার করে এখানে বছরের বেশিরভাগ সময় মাছ শিকার করে। তবে বাইন, টাকি ও শোল জাতীয় মাছ থেকেই যায়। এলাকাবাসী হাত দিয়ে এসব মাছই ধরে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License