আমাদের সিলেট ডটকম:
প্রধানমন্ত্রীর ছবি ও জাতীয় পতাকা অবমাননার মামলায় ৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার জেলা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী জানান, গত বছরের ১০ মার্চ ওসমানীনগরের কোনাপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে দু পক্ষের সংঘর্ষ চলাকালে কোনা পাড়া গ্রামের বাসিন্দা সুলতান আহমদের নেতৃত্বে একদল লোক স্কুলে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিার অবমাননা করেন ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাদি হয়ে ওসমানীনগর থানায় মামলা করেন। গত ৬ মার্চ মামলার ৭ আসামী আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন লাভ করেন। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানী শেষে আদালত সুলতান আহমদসহ ৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণ হওয়া আসামীরা হলেন- সিলেটের ওসমানীনগরের কোনাপাড়ার সুলতান আহমদ, লয়লুছ মিয়া, নানু মিয়া, শামীম মিয়া, খালেদ আহমদ, আবদুল মান্নান, মিন্টু মিয়া। বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে অবমাননার ঘটনাটি ঘটেছিল বলে মামলা সূত্রে জানিয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিসবাহ উদ্দিন চৌধুরী ও এডভোকেট মোহতাদিনুর রহমান সেলিম। আসামী পক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট মনির উদ্দিন আহমদ ও এডভোকেট মোতাহির আলী।
জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার মামলায় সিলেটে ৭ জন কারাগারে
Thursday, March 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment