নবীগঞ্জে পরিবহন শ্রমিকদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Monday, March 10, 2014

আমাদের সিলেট ডটকম:

নবীগঞ্জের সঈদপুর বাজারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে ঘটনা সংগঠিত হয়েছে। প্রায় দুঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলাকালে মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপ ও গ্লাসের বোতল ভাংচুরের ফলে এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক অন্তত ৩ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এতে শত শত যানবাহন আটকে পড়ে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১০জনকে নবীগঞ্জ ও সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস’লে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সোমবার সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাড়কের নবীগঞ্জের সঈদপুর বাজারে সিএনজিতে যাত্রী উঠানো নিয়ে জালালপুর গ্রামের সিএনজি শ্রমিক বদরুল ইসলাম ও সঈদপুর বাজারের আইমূল ইসলামের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিক বদরুল ইসলামকে মারধর করে পাশ্ববর্তী বাড়িতে দৌড়িয়ে নিয়ে যায়। এ খবর সিএনজি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে মহাসড়কের সঈদপুর বাজারে দেশীয় অস্ত্র শস্ত্র, ইট পাটকেল, পেপসির বোতল নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের ২ কি.মি. এলাকারজুড়ে দীর্ঘ যানজট এবং বিবিয়িানা গ্যাস ফিল্ডের কাজে নিয়োজিত ইনাতগঞ্জ সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়লে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মহাসড়কে বোতল ভাঙ্গা কাচের টুকরো আর ইট পাটকেল নিৰেপের কারণে সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করতে দেখা গেছে।

সংঘর্ষে আহতরা হলেন, বদরুল ইসলাম, নাইওর মিয়া (৫৬), মর্তুজা আলী (৪০), আহাদ মিয়া (৪২), সিতালং (৪২), আইনূল হক (৪৬), আব্দুল ওয়াহিত (৫০), জিলাদ মিয়া (২০), তৌফিক মিয়া (৩০), জিবর মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩০), খরছু মিয়া (২৮), আলাল মিয়া (৩০), অপু (২৫), সিএনজি ম্যানাজার সাজু মিয়া (২৮), জুনেদ মিয়া (২৯), আবাছ আলী, (৩৬), ছায়েদ (১৮), রাজু (২২), সাজু (১৮), শিপু (১৮), মাহেদ (১৬), বায়েছ (২৫), খালেদ (২৪)। অন্যান্য আহতদের স’ানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনজার্চ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনি।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। উল্লেখ্য যে, এখানে এর আগেও একাধিকবার হামলা সংঘষের্র ঘটনা ঘটেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License