লন্ডনের টাওয়ার হ্যামলেট্‌স মেয়র লুৎফুর রহমানকে এনআরবি পার্সন অব দ্য ইয়ার ঘোষণা

Sunday, March 9, 2014

আমাদের সিলেট ডটকম:

অনাবাসী বাংলাদেশী বা এনআরবি পার্সন অব দ্য ইয়ার-২০১৩ নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

২০১৩ সালের কার্যক্রম বিবেচনায় যুক্তরাজ্য থেকে প্রকাশিত দ্বিভাষিক ম্যাগাজিন মিলেনিয়াম তাকে বছরের সেরা অনাবাসী বাংলাদেশী নির্বাচন করে।

রোববার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে একযোগে বর্ষসেরা অনাবাসী বাংলাদেশী হিসেবে লুৎফুর রহমানের নাম ঘোষণা করা হয়। পাঠকের মতামত ও বিচারক প্যানেলের বিবেচনার মিশেলেই লুৎফুর রহমান মিলেনিয়াম’র চোখে বর্ষসেরা অনাবাসী বাংলাদেশী হিসেবে বিবেচিত হন। মিলেনিয়াম’র চলতি সংখ্যায় বর্ষসেরা নির্বাচনের পাশাপাশি ২০১৩ সালের সেরা দশ অনাবাসী বাংলাদেশীর তালিকা প্রকাশ করা হয়।

মিলেনিয়াম’র বিচারে শিক্ষা, আবাসন ও চাকরি ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে লুৎফুর রহমান যুক্তরাজ্যে বাংলাদেশীদের ভিত মজবুত করে চলেছেন। ব্রিটেনের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় থাকা বিশ্বের বুকে বাংলাদেশীর অনন্য পরিচয় তৈরিতে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাঙালিদের সামনে নিজস্ব রোল মডেল হিসেবে উপস্থাপন করছেন নিজেকে।

মিলেনিয়াম সম্পাদক মাহবুব হোসেন জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের অবদান ও সাফল্যের বার্তা ছড়িয়ে দিতেই মিলেনিয়াম এনআরবি পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে আসছে। এবারের পার্সন অব দ্য ইয়ার লুৎফুর রহমান নিজের কর্মকান্ডের মাধ্যমে ব্যক্তির পরিচয় পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন এবং মন্ত্র হয়েছেন বাঙালিদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার।

২০১৩ সালের সেরা অনাবাসী তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ কারি এওয়াডের্র প্রতিষ্ঠাতা এনাম আলী। ২০১৩ সালের কারি এওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে উপস্থিত করে বাংলাদেশী কারি শিল্পকে বিশাল এক স্বীকৃতি এনে দেন তিনি। শীর্ষ তালিকায় থাকা অন্য অনাবাসীরা হলেন খান একাডেমির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ সালমান খান। তার প্রতিষ্ঠিত খান একাডেমী অনলাইনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। মিলেনিয়াম তাকে জ্ঞানের বাতিঘর হিসেবে চিহ্নিত করে তালিকার তৃতীয় স্থানে জায়গা দিয়েছে। চতুর্থ স্থানে রয়েছেন ব্রিটিশ এমপি রোশনারা আলী। জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিমের অবস্থান তালিকার পাঁচ নাম্বার স্থানে। বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট বাংলাদেশী বংশোদ্ভূত রাশিয়ান মার্গারিটা মামুন মিলেনিয়ামের বিচারে বছরের ৬ষ্ট সেরা অনাবাসী বাংলাদেশী।

২০২২ সালে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের অন্যতম কারিগর প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন অনাবাসী বাংলাদেশীর তালিকায় স্থান পেয়েছেন ৭-এ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পাটির্র মনোনয়ন বাগিয়ে তালিকার ৮ নাম্বার জায়গাটি দখল করেছেন। মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মিস মিসিসিপি পারমিতা মিত্র নিজের সাফল্যের জ্যোতিতে সেরা অনাবাসীদের মধ্যে নবম হয়েছেন। সেরা দশের শেষ স্থানটি নিজের করে নিয়েছেন যুক্তরাজ্যের বাসিন্দা অ্যারোসল আর্টিস্ট মোহাম্মদ আলী।

প্রসঙ্গত, যুক্তরাজ্য থেকে প্রকাশিত দ্বিভাষিক ম্যাগাজিন মিলেনিয়াম ২০১১ সাল থেকে বর্ষসেরা অনাবাসী বাংলাদেশী নির্বাচন করে আসছে। পাঠকের ভোট ও বিচারকদের যাচাই বাছাইয়ের ভিত্তিতে বিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের বছরের কর্মকান্ডের ভিত্তিতে সেরা অনাবাসী বাছাই করা হয়। প্রথম বার বর্ষসেরা অনাবাসী বাংলাদেশী নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী। পরের বার বর্ষসেরা হন লন্ডন অলিম্পিকের কোরিওগ্রাফার নৃত্যশিল্পী আকরাম খান।

বর্ষসেরা অনাবাসী ২০১৩ নির্বাচনে এবার বিচারক প্যানেলে যুক্তরাজ্য থেকে মিলেনিয়াম সম্পাদক মাহবুব হোসেন ছাড়াও রয়েছেন হরমুজ আলী, আহমেদ আলী, আনসার আহমদ উল্লাহ, সৈয়দ আনাস পাশা, মতিয়ার চৌধুরী, মোসলেহ উদ্দিন আহমদ, সাঈম চৌধুরী, আয়ারল্যান্ড থেকে ড. জিন্নুরাইন তালুকদার, যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন তহুর আহমদ চৌধুরী, শামসাদ হুসাম, সৌদি আরব থেকে আবুল বাশার বুলবুল, দুবাই থেকে ফাহমিদা ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ থেকে আনিসুজ্জামান, আতাউল্লা সাকের ও সাঈদ চৌধুরী টিপু।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License