কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর আস্থাশীল হয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহীন

Wednesday, March 12, 2014

কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর আস্থাশীল হয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদল নেতা কামরুল হাসান শাহীন। কেন্দ্রীয় নির্দেশ পেয়ে গতকাল মঙ্গলবার বিয়ানীবাজারের স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

গতকাল মঙ্গলবার আলীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

বিয়ানীবাজারের বিভাজিত বিএনপিকে ঐক্যবদ্ধ করতে তিনি শাহীনকে মনোনয়ন প্রত্যাহার করে ১৯ দল ঘোষিত প্রার্থী যুবদল নেতা এমএ মান্নানকে সমর্থন দেয়ার জন্য তিনি বিগত বেশ কিছু দিন ধরে উদ্যোগ গ্রহণ করেন। তার এই উদ্যোগকে সহযোগিতা করেন স্থানীয় সকল বিএনপি ঘরনার ইউপি চেয়ারম্যান ও নেতৃবৃন্দ। কামরুল হাসান শাহীন দলের রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থার প্রতি পুণরায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।এবং ফয়সল আহমদ চৌধুরীর দীর্ঘদিনের এই উদ্যোগ প্রমাণ করে বিয়ানীবাজারের বিভাজিত বিএনপিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করতে কাজ করেছেন একইভাবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বিএনপির মুলস্রোতকে আরো শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংহত করে আগামী দিনে গোটা অঞ্চলটি বিএনপির দুর্জয় ঘাটি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল বারী চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা যুবদলের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমএ মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিসবাহ উদ্দিন, মোল­াপুর ইউপি চেয়ারম্যান এমএ অদুদ রুকন, শেওলা ইউপি চেয়ারম্যান আখতার খান জাহেদ, লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব রাজু আহমদ তালুকদার, উপজেলা বিএনপি নেতা আশফাক আহমদ চৌধুরী, সরওয়ার আহমদ, আলীনগর ইউপি বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা নিমার উদ্দিন, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সহ-সভাপতি নওয়াজিশ চৌধুরী সাকী, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন সুভাষ, আলীনগর ইউপি যুবদলের সভাপতি লিটন চৌধুরী, সহ-সভাপতি শামীম আহমদ, সম্পাদক রুহুল আমীন রিপন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সম্পাদক জামিল উদ্দিন হিরু, ছাত্রদল নেতা এবাদুর রহমান চৌধুরী, যুবদল নেতা আকবর হোসেন, ইমতিয়াজ, রাহেল, সামু আহমদ, কাইউম আহমদ, ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, মোর্শেদ আহমদ পলু, জাকির হোসেন, বিলাল আহমদ, মামুন আহমদ, রেজা সিদ্দিক, রাজা আহমদ।

মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন সাহাবুদ্দিন, কয়ছর আহমদ, শামীম আহমদ, ময়ব আলী, ওয়াজিদ আলী, আলাউদ্দিন, খালেদ আহমদ প্রমূখ।

এদিকে, কামরুল হাসান শাহীনের প্রতি আলীনগর ইউনিয়নসহ গোটা উপজেলার নেতৃবৃন্দ ও মুরব্বীয়ানরা যে সংহতি প্রকাশ করেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কামরুল হাসান শাহীনের বড় ভাই সালেহ আহমদ খসরু গোটা পরিবারের পক্ষ থেকে আজীবন ঋণের আবদ্ধে ব›ন্ধনে তার পরিবার থাকবে বলে এলাকাবাসীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License