সিলেট চেম্বারের উদ্যোগে “সিলেটের শিল্প ও বাণিজ্য অঙ্গনের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা

Saturday, April 26, 2014

আমাদের সিলেট ডটকমঃ

গত ২৬ এপ্রিল ২০১৪ইং শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে “সিলেটের শিল্প ও বাণিজ্য অঙ্গনের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট জনাব এ জেড এম নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সিলেট বিভাগের মাননীয় কমিশনার জনাব সাজ্জাদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্যে চেম্বার প্রশাসক বলেন, সিলেট শিল্প প্রতিষ্ঠান স’াপনের জন্য আদর্শ স’ান। এখানে গ্যাস, বিদ্যুৎ, জমি, পুঁজি সবই বিদ্যমান, কিন’ যথাযথ পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিকল্পনার অভাবে শিল্প ক্ষেত্রে সিলেট অনেক পিছিয়ে আছে। সিলেটের অনেকগুলো মিল-ফ্যাক্টরী বর্তমানে বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীদের অনেক দাবীর পরও সিলেটের চা নিলামের জন্য এখনও চট্টগ্রামে নিয়ে যেতে হয়, ডিম, পোল্ট্রি, ফিশারিজ এর পর্যাপ্ত চাহিদা থাকা সত্ত্বেও তা সিলেটের বাইরে থেকে এনে চাহিদা পূরণ করতে হয়, পরিবেশ বিপর্যয়ের কারণে পর্যটনের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে, সিলেট এম এ জি ওসমানী আন-র্জাতিক বিমানবন্দরের রিফুয়েলিং প্রজেক্ট স্থাপনার কাজ খুব ধীরগতিতে চলছে, সিলেট থেকে লেবু ও লেবু জাতীয় পণ্য রপ্তানীর প্রচুর সম্ভাবনা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে সে সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। তিনি এসব সমস্যার যুগোপযোগী ও টেকসই সমাধান বের করে ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে দেওয়া প্রয়োজন বলে মন-ব্য করেন। সভায় সিলেট চেম্বার নেতৃবৃন্দ বলেন, ইতোপূর্বে সিলেট চেম্বারের নিজস্ব অর্থায়নে ও শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সিলেট শহরের সন্নিকটে স্পেশাল ইকোনমিক জোন তৈরীর জন্য ভূমি সার্ভে করে একটি লে-আউট তৈরী করা হয়েছিল। কিন্তু সিলেট চেম্বারের মতামতকে উপেক্ষা করে শেরপুরে সরকারীভাবে স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে। শেরপুরে স্পেশাল ইকোনমিক জোন সফল হবে না বলে ব্যবসায়ীগণ মন্তব্য করেন। তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সিলেট-ঢাকা মহাসড়ককে চার লেন বিশিষ্ট করণ, নিরাপত্তা ব্যবস’া জোরদার করার জন্য সিলেট শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, শিল্প প্রতিষ্ঠান স’াপনের জন্য ব্যবসায়ীদেরকে প্রাতিষ্ঠানিক ব্যাপারে ওয়ানস্টপ সার্ভিস প্রদান, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সিলেটের দর্শনীয় স’ান সমূহের অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ শহিদুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিলেটকে এগিয়ে নিতে সিলেটে হাইটেক পার্ক স’াপনের জন্য ইতিমধ্যেই ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে। উক্ত হাইটেক পার্কটি স্থাপিত হলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিলেটের যুগান-কারী উন্নয়ন সাধিত হবে। তিনি সিলেট চেম্বারের প্রস্তাবিত স্থানে বেসরকারী উদ্যোগে স্পেশাল ইকোনমিক জোন স্থাপন করা যেতে পারে বলে মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার জনাব সাজ্জাদুল হাসান বলেন, সিলেট চেম্বার অব কমার্স দীর্ঘদিন থেকে স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের জন্য কাজ করে আসছে। সরকারী নিয়ম-নীতির অনেক প্রতিবন্ধকতা থাকায় সিলেটের ব্যবসায়ীদের সকল সমস্যা স’ানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়। কিছু কিছু ব্যাপারে জাতীয়ভাবে আলোচনার প্রয়োজন। সিলেটের পর্যটন খাতের উন্নয়নে তিনি বেসরকারী বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান। তিনি সিলেটের ব্যবসায়ীদের যেকোন উন্নয়নমূলক উদ্যোগে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল হান্নান চৌধুরী, জনাব শাহ্‌ আলম, জনাব নাসিম হোসেইন, এফবিসিসিআই এর পরিচালক জনাব সালাহ্‌ উদ্দিন আলী আহমদ, জনাব হাসিন আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট জনাব শেখ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট জনাব হাসান মাহমুদ, সহকারী কমিশনার জনাব তানভীর আল নাসিফ, ভূমি হুকুম দখল কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল করিম, সিলেট চেম্বারের প্রাক্তন সহ সভাপতি জনাব মঞ্জুর আহমদ, প্রাক্তন পরিচালক আলহাজ্ব কলন্দর আলী, জনাব আতাউর রহমান, জনাব মোঃ সিরাজুল ইসলাম, জনাব মোঃ লায়েছ উদ্দিন, জনাব এনামুল কুদ্দুছ চৌধুরী, জনাব নুরুল ইসলাম, জনাব শামীম আহমদ রাসেল, জনাব তাহমিন আহমদ, জনাব হিফজুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফজলুর রহমান, জনাব খলিলুর রহমান মাছুম, আলহাজ্ব এম এ মালিক খান, জনাব আলীমুল এহছান চৌধুরী, জনাব মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, জনাব মোঃ বশিরুল হক, মিসেস স্বর্ণলতা রায় প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License