ঢাকা থেকে মঈন উদ্দিন মন্জুঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিতসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটে সিলেট স্টেডিয়াম থেকে মেয়রকে নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সরাসরি তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে সকাল সোয়া ৯টায় ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের চীফ কনসালটেন্ট ডা: মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাকে ক্যাথ ল্যাব-১ ঢুকানো হয়েছে এনজিওগ্রাম করার জন্য।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ঢাকা থেকে জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাম শেষে মেয়রের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৮টায় মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালের ভর্তি হন। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারদের গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
ঢাকায় নিয়ে আসা হয়েছে মেয়রকে॥এনজিওগ্রাম চলছে
Friday, April 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment