ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ত্বরান্বিত করতে হবে – এডভোকেট এম নূরুল হক

Sunday, April 20, 2014

আমাদের সিলেট ডটকমঃ

বিএনপি সিলেট জেলার নব গঠিত কমিটির আহ্বায়ক এডভোকেট এম নুরুল হক বলেন, বর্তমান সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করে চরমভাবে হয়রানি করা হচ্ছে। সরকার গত ৫ জানুয়ারী ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সরকারের উপর দেশের জনগণের কোন আস্থা নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। এই সরকারের আমলেই দেশের মানুষ সবচেয়ে বেশি গুম ও খুনের শিকার হয়েছে। সর্বত্র দেশের মানুষ গুম আতঙ্কে ভুগছে। দীর্ঘ দুই বছরে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যত শীঘ্রই এ সরকারের পতন তরান্বিত হবে, ততই দেশ ও জাতির মঙ্গল হবে। তিনি আরো বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলে সরকারের পতন তরান্বিত করতে হবে।

২০ এপ্রিল রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা কমিটির উদ্যোগে সিলেট জেলা বিএনপির নব গঠিত কমিটির আহ্বায়ক এডভোকেট এম নুর্বল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গফ্‌ফার, এডভোকেট সামসুজ্জামান জামান ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানা হোসাইন’র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম নুরুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখা সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গফ্‌ফার, নেজামে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানা হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গফ্‌ফার বলেন, সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করতে আইনজীবীদের ভূমিকা খুবই গুর্বত্বপূর্ণ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে এ সরকারের বির্বদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম নেতা এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির্বজ্জামান নাজিম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট বদর্বল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, এডভোকেট জহুরা জেসমিন, এডভোকেট জাহানারা খানম, এডভোকেট শাহ মোহতাদিনুর রহমান সেলিম, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট ফখর্বল হক, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইস্রাফিল আলী, এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট মির্জা হোসাইন, এডভোকেট সৈয়দ খালেদ হোসেন, এডভোকেট নাসিমা বেগম, এডভোকেট র্বহিনা বেগম প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License