সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্মারকলিপি প্রদান

Sunday, April 20, 2014

আমাদের সিলেট ডটকম:

দিরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বার বার সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণহানীর ঘটনায় এবার স্থানীয় এলাকাবাসি ফুঁসে ওঠতে শুরু করেছে।রবিবার দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের কাছে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রামের কয়েকশত লোকের স্বাক্ষরিত এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধল রোডে অদক্ষ চালক, মেয়াদ উত্তীর্ণ টেম্পেু ও সিএনজি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার জনসাধারণ যাতায়াত করে আসছে। গত ১৮ এপ্রিল অদক্ষ চালকের কারণে অকালে ঝরে গেছে দিব্যশাহী নামে ছয় বছরের একটি শিশুর প্রাণ, বিগত বছরেও এক দুর্ঘটনায় একটি শিশু মারা যায়। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, দিরাই থেকে মাত্র ৮ কিলোমিটার রাস্তার ভাড়া ২০ টাকা নেয়া হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। এছাড়া গাড়ীগুলোতে হর্ণ, লাইট, ব্রেক না থাকা এবং চালকদের কোন লাইসেন্স নেই বলেও উল্লেখ করেন। তারা উক্ত রোডে অভিজ্ঞ চালক ও উপযুক্ত গাড়ী চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানান, আর এতে করে এ রোডের দুর্ঘটনাগুলো এড়াতে সক্ষম হবে বলেও মনে করেন তারা। স্মারকলিপিতে স্বাক্ষর করেন হাফিজ মোঃ মাজহারুল ইসলাম, রাফসান জানী আজাদ, জাবিরুল ইসলাম, জাবেদ রহমান, মুস্তাফিজুর রহমান, বদরুল আলম, জুবায়ের আলম, হৃদয় মিয়া, আদিল খাঁ, রিজু, মঞ্জু মিয়া, তানভীর খান তুহিন, শামীম মিয়া, অনাবিল, জয়, সৌমিক, অমিত হাসান ও সাবিতুর মিয়া প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License