সাংবাদিক তাজ উদ্দিনের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকরা

Thursday, April 24, 2014

আমাদের সিলেট ডটকম:

দৈনিক সিলেটের ডাক এর ডেপুটি চিফ রিপোর্টার এডভোকেট তাজ উদ্দিনের উপর সন্ত্রাসীদের অমানুষিক হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন দক্ষিণ সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

এক বিবৃতিতে এই ঘটনাকে অমানুষিক ও দুঃখজনক বলে উল্লেখ করে,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক জালালাবাদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি মহি উদ্দিন মহিম,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপূর্ব উপজেলা প্রতিনিধি কাজী জমির্বল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নুুর্বল হক,দৈনিক কাজীর বাজার উপজেলা প্রতিনিধি ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য এম.এম ইলিয়াছ প্রেসক্লাব,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক সিলেট সুরমা উপজেলা প্রতিনিধি মোঃ সুহেল আহমদ,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক আল ইহসানের উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন,সাংবাদিক শাহ জামান,বজ্রকন্ঠ. মের ষ্টাফ রিপোর্টার জীবন চৌধুরী, সাংবাদিক শহীদুর রহমান শহীদ, সাংবাদিক হাবিবুর রহমান খাঁন রায়হান প্রমুখ বলেন এই হামলা সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের জন্য হুমকি স্বর্বপ,সাংবাদিক তাজ উদ্দিনের উপর হামলা প্রমান করে কোন সাংবাদিকের জীবন মান প্রতিনিয়ত হুমকির সম্মুখীন। তারা সাংবাদিক তাজ উদ্দিনের উপর হামলাকারীদের উপর অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License