আমাদের সিলেট ডটকম:
সাসেক্স এলাকার ক্রোলী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে ক্রোলীতে বসবাসরত বাংলাদেশী মুসলমানদের সুবিধার্থে একটি মসজিদ নির্মানের সিদ্ধান্ত হয়েছে। ২১ এপ্রিল সোমবার ক্রোলী সিনামন রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: কাইয়ুম মিয়া, সংগঠনের সাধারন সম্পাদক তারিক মিয়া ও সহ সাধারন সম্পাদক ফোরকার হাসান রাসেলের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও সাবেক সভাপতি সিদ্দিক মিয়া, প্রবিণ মুরব্বী আব্দুল করিম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাহিদ মিয়া কয়েছ, কোষাদক্ষ খলিলুর রহমান সদস্য আনোয়ারুল হক, শিক্ষা সম্পাদক মোস্তফা মুকুল, সদস্য আব্দুল জাওয়াদ চৌধুরী, সাহিদুর রহমান, গোলাম মোস্তফা, সফিক উদ্দিন ও নুরুল আলম সহ আরো অনেকে।
সভায় মসজিদ স্থাপনে ফান্ড সংগ্রহের ব্যাপারে বিশদ আলোচনা হয়। সভায় জানানো হয় ক্রোলী বাংলাদেশ এসোসিয়েশন স্থানীয় শিশুদের জন্য আরবিক ক্লাশের ব্যবস্থা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন কমিউনিটি সেবা করে আসছে। সভায় অন্যান্য বছরের ন্যায় আগামী রমজান মাসেও সংগঠনের উদ্যোগে খতম তারাবি নামাজের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় সংগঠনের সভাপতির মাতা, সাধারন সম্পাদক তারিক মিয়ার বোন সহসাধারন সম্পাদক ফোরকান হাসানের বাবা ও মা, প্রচার সম্পাদক ইমানী আমহদ এর পিতা এবং সদস্য আনোয়ারুল হকের পিতার ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।
সভায় কমিউনিটি উন্নয়নে ক্রোলীর সকলকে সংগঠনের সদস্যপদ গহ্রণের আহবান জানানো হয়।
সাসেক্স এলাকার ক্রোলী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সভা
Tuesday, April 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment