বিয়ানীবাজারে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Monday, April 21, 2014

আমাদের সিলেট ডটকম:

বিয়ানীবাজারে সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণ জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা সোমবার বিকেলে উপজেলা কনফারেন্স হলর্বমে অনুষ্ঠিত হয়েছে। ৫২ বর্ডার গার্ড অব বাংলাদেশ এবং জেলা প্রশাসন যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে উপজেলার শিৰক, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অপরাধ দমনে সীমান্তে কর্মরত বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জন্য পর্যাপ্ত যানবাহন সুবিধা বৃদ্ধি এবং সীমান্তের এক ফাঁড়ি থেকে অপর ফাঁড়িতে যাতায়াতের জন্য পাকা সড়কপথ নির্মাণের আহ্বান জানান। এছাড়াও সীমান্তে মাদক ও চোরাচালান নির্মুলে চিহ্নিত চোরাকারবারিদের ডেকে এনে সতর্ক করার সমামত ব্যক্ত করেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ৫২ বর্ডার গার্ড অব বাংলাদেশ এর অধিনায়ক লে. কর্নেল সরদার মোহাম্মদ রেজাউল হক। বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান খান, অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, সাবেক চেয়ারম্যান আলহাজ মো. নাজিম উদ্দিন প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License