আমাদের সিলেট ডটকমঃ
সাংবাদিক তাজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ সকালে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়। দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণ সুরমার চন্ডিপুলে অবরোধ ও সমাবেশ কর্মসূচী পালন করেন সাংবাদিকরা। দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল খানের পরিচালনায় সাংবাদিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সিটি কাউন্সিলর তৌফিক বকস লিপন, পরিবেশবীদ ও বৃক্ষপ্রেমী আফতাব চৌধুরী, নূরজাহান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, ব্যবসায়ী নেতা তুরন মিয়া প্রমুখ। পরে মহানগর পুলিশের উপ কমিশনার মুশফিকুর রহমান ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে সাংবাদিকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
সাংবাদিক তাজ উদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ
Thursday, April 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment