আমাদের সিলেট ডটকম: সিলেট নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে গোপালটিলায় বাবলা গ্রুপ ও রণজিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক মাস আগে ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ছাত্রলীগের বাবলা চৌধুরী গ্রুপ ছেড়ে রণজিত সরকার গ্রুপে যোগ দেন। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। কয়েকদিন আগে ছয়েফের এক কর্মীকে পেয়ে রণজিত গ্রুপের কর্মীরা মারধর করে আহত করে। এর জের ধরে শুক্রবার রাত ৮টায় ছয়েফের নেতাকর্মীরা গোপালটিলায় গিয়ে বাবলার কর্মীদের উপর হামলা চালায়। একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে বাবলা গ্রুপের ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের নাম শাহজাহান। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
No comments:
Post a Comment