আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়,শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় সিলেট ডায়াবেটিক হাসপাতালের মাসিক সভা শেষে বাসায় ফেরার পথে মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েন।গাড়ীতে থাকা অবস্থায় তিনি প্রচন্ড বুকে ব্যথা অনুভূত করেন।এক পর্যায়ে শারীরিক অবস্থার চরম অবনতি হলে নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করা হয়।প্রাথমিক চিকিৎসার পরই ডাক্তাররা মেয়রের হার্ট এ্যাটাক হয়েছে জানিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) নিয়ে যান।
তাৎক্ষনিকভাবে মেয়রের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড মেয়রকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।বোর্ডের পরামর্শ অনুযায়ী শনিবার সকালে এয়ার এম্বুলেন্স যোগে মেয়রকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) ডা: এম এ মালিক ঢাকা থেকে মেয়রের চিকিৎসার তত্বাবধান(সুপারভিশন) করছেন।মেডিকেল বোর্ডে আছেন ডা: এম এ রকিব,ডা: এম এ আহবাব,ডা: পবিত্র কুমার কুন্ডু, প্রফেসর ডা: সাহাবুদ্দিন,ডা: শিশির বসাক,ডা: সুধাংশু রঞ্জন দে,ডা: আমিনুর রহমান লস্কর, ডা: নজরুল ইসলাম, ডা: আখতারুজ্জামান।
সিলেট সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার জানিয়েছেন,মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মাননীয় মেয়রকে ঢাকায় পাঠানো হবে।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও এখনো তিনি বিপদমুক্ত নন।ডা: মজুমদার জানান, সিলেট সফররত মালয়েশিয়ান হেলথ কেয়ারের একটি বিদেশী বিশেষজ্ঞ টিমও মেয়রের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন।
এদিকে,মেয়রের সুস্থতার জন্য সিলেটবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরী।সিলেট সিটি কাউন্সিলরদের পক্ষ থেকে আগামীকাল শনিবার বাদ যোহর দরগাহ মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সিলেট সিটি মেয়রের হার্ট এ্যাটাক॥ অবস্থা আশংকাজনক
Friday, April 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment