আমাদের সিলেট ডটকম:
ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি হত্যাকান্ড, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর,পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি সৈকত চন্দ্র রিমি, শাবি ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জন রায় ও যুবলীগ নেতা দুলালের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্তে অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এসব ঘটনার জন্য জামায়াত-শিবির নেতাকর্মীদের দায়ি করে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছিল।
আগামী ২৯ এপ্রিল স্থায়ী কমিটির বৈঠকে হাজির হয়ে জেলা জজ কোটের্র পিপি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাকে মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজের কার্যালয়ে ফ্যাক্সযোগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উৎপল চৌধুরী স্বাক্ষরিত এই নির্দেশনা আসে।
সিলেট জেলা জজ কোটের্র পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব প্রেরিত ফ্যাক্স বার্তা সিলেট জেলা আদালতে পৌছেছে। পিপি ও তদন্ত সংশিৱষ্ট কর্মকর্তার (পুলিশ সুপারের নিচে নয়) সংদীয় স’ায়ী কমিটির বৈঠকে উপস্থিতি নিশ্চিত করতে জেলা জজকেও অনুরোধ করা হয়েছে।
জগৎজোতি হত্যা, অরুণ-রিমির উপর হামলাসহ চাঞ্চল্যকর পাঁচ মামলার অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি
Thursday, April 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment