আওয়ামীলীগ সরকারের আমলে দেশের জনগণকে আলু খাওয়ার পরামর্শ দেওয়া হয়নি – এডভোকেট মো: আবু জাহির এমপি

Sunday, April 20, 2014

আমাদের সিলেট ডটকম:

হবিগঞ্জ- লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এ সরকার জনগণের সরকার, এ সরকারের আমলে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার এদেশের মানুষের ন্যায্য অধিকার পূরণে অঙ্গীকার বদ্ধ। তাই বঙ্গবন্ধুর আর্দশে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ’

তিনি রোববার বিকেলে নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে মহাজোট কর্তৃক আয়োজিত নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর বিশাল গণ সংবর্ধনা অনুষ্টানে ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, তারা ক্ষমতায় থাকা কালীন সময়ে এদেশে জনগণকে ভাতের পরিবর্তে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, এবং সারের অভাবে এদেশের কৃষকরা হাহাকার করতো, এখন আর সেই দিন নেই। ইউপি আওয়ামীলীগের সভাপতি মো: দিলাওর হোসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক সুজন মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, তিনি তার বক্তব্যে বলেন, নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের গ্যাস নবীগঞ্জের ঘরে ঘরে সংযোগ দিতে হবে। নবীগঞ্জবাসীর প্রাণের দাবী আদায়ের লক্ষে সংসদেও এ নিয়ে তিনি দাবী তুলে ধরবেন। অন্যতায় জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামারও হুসিয়ারী প্রদান করেন। সভায় সংবর্ধিত ব্যক্তি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই জনগণের সেবা করা আমার ঈমানী দায়িত্ব। তাই নবীগঞ্জ উপজেলা বাসীর সুখ, দু:খে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন। প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ঘুষ দূর্নীতির সংবাদ যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। কোন ঘুষকোর দূর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। সাধারন লোকজন যদি ঘুষ দূর্নীতির কারণে হয়রানীর শিকার হয় তা কখনো সহ্য করা হবে না। প্রয়োজনে থানা ঘেরাও করা হবে। তিনি আরো বলেন, বিবিয়ানার গ্যাস নিয়ে দীর্ঘদিন ধরে নবীগঞ্জবাসী আন্দোলন করে যাচ্ছে ওই দাবী দাবা যদি পূরণ না হয় তবে জনতার আন্দোলনের সাথে কাধে কাধ মিলিয়ে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপসি’ত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাপার সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমদাদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা বদর্ব ল ইসলাম বকুল, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, আমিনুর রহমান নোমান, উপজেলা জাপার যুগ্ন সাধারন সম্পাদক মুরাদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান হার্ব ন, সাংবাদিক এম এ আহমদ আজাদ, কৃষকলীগনেতা আব্দুর নুর, ইউপি ছাত্রলীগ যুগ্ম আহবায়ক এম এ ছবুর, ছাত্রলীগ নেতা তুফায়েল আহমদ প্রমূখ। উক্ত অনুষ্টানে বিশিষ্ট সাংবাদিক ও সাবেক বিএনপি নেতা এম এ আহমদ আজাদ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এবিএম মহসিন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মুহিবুর রহমান হার্ব ন ও শিবির নেতা সেবলু মিয়া সরদার আওয়ামীলীগে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত ব্যক্তির হাতে ফুলের তুড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। সভায় প্রধান অতিথি ও নেতৃবৃন্দ তাদেরকে সাধুবাদ জানান। প্রধান অতিথির বক্তব্য আরো বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস সারা দেশবাসী তথা সারা বিশ্বের লোকজন ভাল করে জানেন। বঙ্গবন্ধুকে নিয়ে যারা নোংড়া মন্তব্য করে তারা এদেশের কখনো স্বাধীনতাগামী হতে পারেনা। যেখানেই ছিলেন বঙ্গবন্ধু সেখানেই ইতিহাস, সেখানেই মাওলানা ভাসানী সেখানেই ইতিহাস। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ কখনো স্বাধীন হতো না। সংবর্ধনা অনুষ্টান শেষে বিশাল কনর্সাট অনুষ্টানের পরিচালনায় ছিলেন, সাংবাদিক এম এ আহমদ আজাদ ও এম মুজিবুর রহমান। উক্ত অনুষ্টানে ঢাকা ও হবিগঞ্জের নামীদামী শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এতে হাজার হাজার লোকের সমাগম ঘটে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License