আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের পাশাপাশি সমাজের অসহায় মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, অনেকের প্রচুর টাকা পয়সা রয়েছে। কিন্ত সাহায্যের মন মানসিকতা নেই। ক্যান্সার আক্রান্ত অসহায় মহিলা রোজিনা বেগম কে বাঁচাতে বিশ্বনাথের বিত্তবানদের এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল রবিবার উপজেলা শিমুলতলা গ্রামস’ সানশাইন মডেল একাডেমীতে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
ম্যানেজিং কমিটির ভাইস-চেয়ারম্যান রকিব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমেদ নুরউদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তজম্মুল আলী রাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সংগঠক সুরমান খান, একাডেমী পরিচালনা কমিটির সদস্য আক্তার হোসেন রিপন, কাওছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, ইউপি সদস্য আ.ছ.ম নুর্বল ইসলাম, রফিকুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নুর উদ্দিন, সংগঠক আব্দুল মানফ, খলিলুর রহমান একাডেমী পরিচালনা কমিটির সদস্য রমজান আলী, জামাল আহমদ, আব্দুল কুদ্দুছ, আব্দুল হামিদ, কামাল আহমদ, আব্দুল হাফিজ।
সংগঠক সুরমান আলী সুমনের পরিচালনায় অনুষ্ঠানের শুর্বতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মো. জাকারিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন, সংগঠক মাসুক মিয়া, আবু সুফিয়ান, মুসলিম আলী, আলকাছ আলী, দেলোয়ার হোসেন, সুহেব মিয়া, একাডেমীর শিক্ষক হেলাল আহমদ, জুবায়ের আহমদ, জুনায়েদ মিয়া, লকুছ মিয়া, ফয়জুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে যুক্তরাজ্য প্রবাসী ও সানশাইন একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল বাছিত শামীমের পক্ষ থেকে এবং একাডেমীর ব্যবস’াপনায় ক্যান্সার আক্রান্ত রোজিনা বেগম (২৫) এর চিকিৎসার জন্য তার পিতা বিশ্বনাথ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আলকাছ আলীর হাতে নগদ ১ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান
Sunday, April 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment