সিলেটের সাহেববাজারে টোল আদায় নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

Wednesday, April 23, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট সদর উপজেলার সাহেববাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাস কালেকশন নিয়ে দু’পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে সংঘাতের আশঙ্কায় বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মোতায়েন রাখা হয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সাহেববাজার মাদরাসার কোন আয় না থাকায় শিক্ষক, শিক্ষার্থীদের খরচ মেটানোর জন্য সরকার থেকে বাজারের লিজ নিয়ে টোল আদায় করতো মাদরাসা কতৃপক্ষ। সমপ্রতি সিলেট সদর উপজেলা প্রশাসন থেকে সাহেব বাজার টেন্ডারের মাধ্যমে লিজ দেয়া হয়। এ খবরে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকার লোকজন নতুন করে অন্যকে দেয়া লিজ বাতিল করে তাদের নামে পূণরায় বহাল রাখা ও স্থিতাবস্থা রাখার জন্য জেলা প্রশাসকের কাছে ২০ এপ্রিল স্মারকলিপি দেন।এর প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্থিতাবস্থাসহ সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিমানবন্দর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসাইন গত মঙ্গলবার (২২ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট’র কাছে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়ে-সাহেববাজার সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা দীর্ঘদিন যাবত মাদরাসার শিক্ষার্থীদের কণ্যানার্থে লীজ গ্রহন সাপেক্ষে টুল আদায় করতো। আয়কৃত টাকা মাদরাসার কল্যাণ্যার্থে ব্যবহৃত হয়ে আসছে। শুধু গত বছর বাজারটি লীজ না হওয়ায় সরকার কর্তৃক খাস কালেকশন হয়। কিন্তু পাশ্ববর্তী ফড়িং উড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে আলা উদ্দিন ১৪২১ বাংলা সনের পহেলা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত বাজারের টুল আদায়ে ইজারা নিয়ে নেন। এ অবস্থায় মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এবং এলাকার লোকজন ইজারাদারকে প্রতিহতের ঘোষণা দেয়।বুধবার দুপুরে এ নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

মাদরাসার কর্তৃপক্ষ জানিয়েছেন, গত সনে এই বাজার ২ লাখ টাকায় লীজ আনে মাদরাসা কর্তপক্ষ। কিন্তু এবার কিভাবে তা ১ লাখ ৬৫ হাজার টাকায় লীজ দেয়া নিয়ে প্রশ্ন তুলেন তারা।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি আখতার হোসেন জানান,স্থানীয় সাহেববাজার সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও লীজ গ্রহীতা আলাউদ্দিনের লোকজন বাজারের টুল আদায় নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। সংঘাত এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মনোয়ার মুর্শেদ জানান, উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় সাহেববাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, এই বাজার আগে নিলামে না যাওয়ায় তহসীলদার কর্তৃক খাস কালেকশন করা হতো।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License