সিলেটের পরিবেশ কর্মীরা বন বিভাগের আশ্বাসে বিশ্বাস রেখে
তাদের আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের পরিবেশ কর্মীরা রাতারগুল জলারবনে বন বিভাগের স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে আহুত তাদের আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন বিভাগের আশ্বাসের বিশ্বাস রেখে তারা তাদের এই কর্মসূচি প্রত্যাহার করে নেন।
আন্দোলনকারী পরিবেশ কর্মীরা জানান, বন বিভাগ থেকে প্রকল্পের কাজ আপাতত: বন্ধ রেখে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দিয়েছে।
রাতারগুল জলারবনে বন বিভাগের স্থাপনা নির্মাণের প্রতিবাদে সিলেটে পরিবেশবাদী সংগঠনের কর্মীরা দুপুর ১২টা থেকে সিলেট বিভাগীয় বন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই আমরণ অনশন শুরু করেন।
অনশনকারীরা জানান, সংরক্ষিত রাতারগুল জলারবনে ইকো পর্যটন কেন্দ্রের নামে বনের ভেতর পর্যবেক্ষণ টাওয়ার ও স্টাফ কোয়ার্টার এবং ইটের রাস্তা তৈরি করছে বন বিভাগ। এছাড়া বনের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে। এতে দেশের একমাত্র মিঠাপানির জলারবনটির জীববৈচিত্র হুমকির সম্মুখীন হয়ে পড়বে।
তারা জানান, জলারবন সুরক্ষার বদলে প্রকল্প গ্রহণ করে পর্যটন কেন্দ্রে পরিণত করে এই প্রাকৃতিক সম্পদ ধ্বংসের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। তাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে ১৩ এপ্রিল রাতারগুল জলারবনে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরিবশে ও বন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেয়া হয়।
No comments:
Post a Comment