সাংবাদিক তাজ উদ্দিনের ওপর হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস পুলিশ কমিশনারের

Thursday, April 24, 2014

আমাদের সিলেট ডটকম:

দৈনিক সিলেটের ডাক-এর ডেপুটি চিফ রিপোর্টার মুহাম্মদ তাজ উদ্দিনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের তিন দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান। এদিকে, হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে সিলেট প্রেসক্লাবের স্মারকলিপি

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর নেতৃত্বে সিনিয়র সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সাথে আলাদাভাবে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে পুলিশ কমিশনার বলেন, ঔষধ কেনা নিয়ে একজন সাংবাদিকের ওপর এ ধরণের হামলার ঘটনা নিন্দনীয়। তিনি বলেন, পুলিশ প্রশাসন আন্তরিকতার সাথে এ হামলার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ প্রতিদিনই হামলাকারীদের ধরার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে তাদের আন্তরিকতার কোন কমতি নেই। শিগগিরই আসামীরা ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ কমিশনার মামলার আইওকে(তদন্তকারী কর্মকর্তা) কেবল এ মামলা আর কোন মামলার দায়িত্ব না দেয়ার জন্য কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক তাজ উদ্দিনের ওপর হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক সমাজ খুবই মর্মাহত ও ক্ষুব্ধ। তার ওপর হামলাকারীরা গ্রেফতার না হওয়া দুঃখজনক। তারা হামলাকারীদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এসএমপি কমিশনারের প্রতি আহ্বান জানান।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ-জেলা প্রশাসকের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। তারা এ হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক মানিক, সহ-সভাপতি বদর্বদ্দোজা বদর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ কবির আহমদ সোহেল, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, ওকাস এর সভাপতি খালেদ আহমদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সময় টিভির ক্যামেরাপার্সন দিগেন সিংহ প্রমুখ উপসি’ত ছিলেন।

অন্যান্যের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্যাহ ও কোতয়ালী থানার ওসি আতাউর রহমান প্রমুখ উপসি’ত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License