সুব্রামনিয়াম স্বামীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ফখরুল

Monday, April 21, 2014

আমাদের সিলেট ডেস্কঃ

বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ড চেয়ে ভারতের বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামীর বক্তব্য ‘উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন-ব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম শীর্ষনেতা সুব্রামনিয়াম স্বামী শুক্রবার আসামের গৌহাটিতে একটি অনুষ্ঠানে বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেন। তিনি ‘দেশভাগের পর সাবেক পূর্ব পাকিস্তান থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে’ অভিযোগ করে তাদের পুনর্বাসনের জন্য খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে ওই জমি ভারতের হাতে ছেড়ে দিতে বাংলাদেশের কাছে দাবি জানান।

গতকাল সোমবার এক বিবৃতিতে ফখরুল ভারতীয় ওই নেতার উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে একটি প্রবাদ আছে-‘অতি দর্পে লঙ্কাহত’। যে সকল দেশের নেতারা কথায় কথায় অন্য দেশের সার্বভৌমত্ব দুর্বল করতে হুমকি-ধামকি ও অবজ্ঞা-তাচ্ছিল্য করেন, সে সকল দেশেও শান্তি ও নিরাপত্তা কখনোই নির্বিঘ্ন ও নিশ্চিন্ত থাকে না।

ভারতের বিজেপি নেতার বাংলাদেশের ভূখণ্ড দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, ভারতীয় জনতা পার্টির সুব্রামনিয়াম স্বামীর বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করা শুধু ধৃষ্টতাপূর্ণই নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি প্রদর্শনও।

তিনি বলেন, যারা দিবাস্বপ্ন দেখেন, তারাই এ ধরনের সর্বনাশা কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ ভারতের রাজনীতিবিদদের কাছ থেকে বন্ধুত্ব চায়, আস্ফালন নয়।

ফখরুল বলেন, বাংলাদেশ বিশ্বের সকল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শ্রদ্ধা প্রদর্শন করে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সব সময় প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের কাছ থেকে মর্যাদাপূর্ণ, সৌজন্যমূলক, সমতা ও সামঞ্জস্যবোধ সম্পন্ন বক্তব্য আশা রাখে।

তিনি বলেন, বৃহৎ প্রতিবেশী ভারতের রাজনীতিবিদরা যদি নিজেদেরকে আশেপাশের দেশগুলোর অভিভাবক ভাবেন, তাহলে তারা মুর্খের স্বর্গেই বাস করছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতীয় রাজনীতিবিদদের এহেন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আঞ্চলিক সহাবস্থান,শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক হবে সুদূরপরাহত। যে জাতি স্বাধীনতার জন্য রক্তসাগর পাড়ি দিতে পারে সেই বাংলাদেশি জাতি স্বাধীনতাকে রক্ষার জন্য নির্দ্বিধায় আত্মোৎসর্গ করতে পারে বলেও মন্তব্য করেন ফখরুল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License