আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর শেখঘাটের মইনুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণের ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২০ এপ্রিল গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ এ সময় অপহরক সামাদ উদ্দিন (২৩)কে গ্রেফতার করেছে। ধৃত সামাদ সিলেট নগরীর লামাপাড়া ঘাসিটুলার সি ব্লকের ৩ নম্বর বাসার রহিম উদ্দিনের পুত্র।
মঙ্গলবার পুলিশ উদ্ধার হওয়া স্কুল ছাত্রী ও অপহরক সামাদকে আদালতে হাজির করে। এ সময় উদ্ধার হওয়া স্কুল ছাত্রী সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের খাসকামরায় ২২ ধারায় জবানবন্দী প্রদান করেছে। পরে তাকে বাগবাড়ী নিরাপদ হেফাজতে ও ধৃত সামাদকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১২ এপ্রিল সকালে স্কুল ছাত্রী প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন সে আর বাসায় ফিরেনি। পরিবারের সদস্যরা সে বাসায় ফিরতে না দেখে তাকে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন স্কুল ছাত্রীর পিতা মোঃ হেমায়েত কবির সবুজ বাদী হয়ে কোতোয়ালী থানায় ৯২০ নম্বর একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। পরে তার পরিবার জানতে পারেন অপহৃত স্কুল ছাত্রী ঢাকার রাজধানীর মিরপুরে সামাদ তার বন্ধু-বান্ধব মিলে ঘটনার দিন তাকে অপহরণ করে একটি বাসায় নিয়ে রেখেছে। এ ঘটনা স্কুল ছাত্রীর পিতা মোঃ হেমায়েত কবির সবুজ বাদী হয়ে সামাদ উদ্দিন তার পিতা রহিম উদ্দিন (৫০) তার ভাই কাসিম উদ্দিন (২৫) ও ইসাদ উদ্দিন (২২)কে আসামী করে কোতোয়ালী থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। নং- ২০ (১৪-০৪-১৪)। পরবর্তীতে এ মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হয়। এর প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরক সামাদ উদ্দিনকে গ্রেফতার করে সিলেটে নিয়ে আসে।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, গত ২০ এপ্রিল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মিরপুর এলাকার একটি বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় অপহরক সামাদ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভিকটিম সিলেট হাকিম আদালতে ২২ ধারা সে তার জবানবন্দী দেয়ার পর তাকে বাগবাড়ী নিরাপত হেফাজতে ও ধৃতকে জেলে পাঠানো হয়েছে।
সিলেটে অপহৃত স্কুল ছাত্রী ৬ দিন পর ঢাকায় উদ্ধার: অপহরক গ্রেফতার
Tuesday, April 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment