গাঁজাসেবীদের ‘৪২০’ উদযাপন

Sunday, April 20, 2014

আমাদের সিলেট ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কলারাডো রাজ্যের ডেনভার শহরে গাঁজা সেবনকারীদের সবচেয়ে বড় উৎসব ‘৪/২০’ বা ‘৪২০’ উদযাপন চলছে। এ উৎসব উপলক্ষে শনিবার থেকেই ডেনভারের সিভিক সেন্টারে জড়ো হয়েছে ৮০ হাজারেরও বেশি গাঁজাসেবী।

ডেইলি মেইলের খবরে বলা হয়, বেশ কয়েক বছর আগে থেকেই গাঁজাসেবীদের মধ্যে ‘৪২০’ সংখ্যাটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি মারিজুয়ানা সেবনকারীদের কোড সংখ্যায় পরিণত হয়েছে।

বিগত কয়েক বছর ধরেই এ সংখ্যাটিকে উদযাপন করে আসছে গাঁজাসেবীরা। এ বছর সংখ্যাটি উদযাপনের মোক্ষম দিন হিসেবে তাঁরা বেছে নিয়েছে এপ্রিলের ২০ তারিখ।মার্কিনিরা তারিখ লেখার সময় মাস আগে লেখে ও তারিখ পরে লেখে। সে হিসেবে এপ্রিলের ২০ তারিখের লিখিত রূপ হলো ৪/২০। আর এটি থেকে বিভক্তি চিহ্ন (/) সরিয়ে দিলে দাঁড়ায় ৪২০।

সমপ্রতি কলারাডোয় ‘বিনোদনমূলক মারিজুয়ানা’ বিক্রির বিষয়টি অঙ্গরাজ্য সরকারের অনুমোদন পেয়েছে। আর এ কারণেই এ বছরের উদযাপন স’ল হিসেবে কলারাডোর ডেনভার শহরকে বেছে নেওয়া হয়েছে।

উৎসব উপলক্ষে শনিবার থেকেই ডেনভারের সিভিক সেন্টারে জড়ো হচ্ছেন মারিজুয়ানা সেবকরা। তবে এ উৎসবকে কেবল গাঁজা সেবনের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি আয়োজক ও অংশগ্রহণকারীরা। এটি রীতিমতো একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

তবে প্রকাশ্যে মারিজুয়ানা সেবন নিষিদ্ধ হওয়ায় ইতিমধ্যে উৎসবস্থল থেকে প্রায় ২৫ জনের মতো ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উৎসবস্থল ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License