আমাদের সিলেট ডটকম ডেস্ক,ঢাকা থেকে মঈন উদ্দিন মন্জু: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর এনজিওগ্রাম শেষ হয়েছে। ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের চীফ কনসালটেন্ট ডা: মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা পরিবারের সদস্যদের জানিয়েছেন, মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে একটি ব্লক ধরা পড়েছে।
পরিবারের সদস্যদের সিদ্ধান্তক্রমে পরে বেলা পৌনে ১১টায় মেয়র আরিফুল হক চৌধুরীর একটি ব্লকে রিং (স্টেইনইং) লাগানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানের মেয়রের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে তাকে এখনও পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। কবে নাগাদ মেয়রকে হাসপাতাল ত্যাগ করতে হবে সে ব্যাপারে এখনও ডাক্তাররা কোন কিছু জানাননি।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৮টায় মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালের ভর্তি হন। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারদের গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখানে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা কার্যক্রম চলছে।
মেয়র আরিফের এনজিওগ্রাম সম্পন্ন ॥ একটি ব্লক ধরা পড়েছে
Friday, April 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment