সিলেটে এক যুগের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

Thursday, April 24, 2014

আমাদের সিলেট ডটকম:

গত এক যুগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে।

বৃহস্পতিবার সিলেটে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত এক যুগের মধ্যে সবচেয়ে বেশি। এই গরম কালবৈশাখীর পূর্বাভাস বলে ধারণা করছে সংস্লিষ্টরা।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার সিলেটে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস বেশি। বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল গত ১৩ বছরের চেয়ে বেশি।

সংশ্লিষ্টরা জানান, ১৯৯৪ সালের পর বৃহস্পতিবার সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ২০০১ সালের ১৪ মে সিলেটের সর্বো”চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ২০১১ সালের এপ্রিল মাসে ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, ২০১৩ সালে ৩৩ ডিগ্রী সেলসিয়াস, ২০০৯ সালের এপ্রিল মাসে ৩২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, ২০১২ সালের এপ্রিল মাসে ৩০ দশমিক ৬ ডিগ্রী ও ২০১০ সালের এপ্রিল মাসে ৩০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার পহেলা বৈশাখ থেকে সিলেটের তাপমাত্রা বাড়তে থাকে। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সিলেটে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ১৫ এপ্রিল ৩৬ দশমিক ১ ডিগ্রী, ১৬ এপ্রিল ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল।

তবে ১৭ এপ্রিল তাপমাত্রা কিছুটা কম থাকলে পরদিন ১৮ এপ্রিল থেকে পুনরায় তা বাড়তে থাকে। ১৭ এপ্রিল তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। ১৮ এপ্রিল তা বৃদ্ধি পেয়ে ৩৬ ডিগ্রী সেলসিয়াস হয়। ১৯ এপ্রিল ৩৬ দশমিক ৫ ডিগ্রী, ২০ এপ্রিল ৩৭ দশমিক ৮ ডিগ্রী, ২১ এপ্রিল ৩৮ দশমিক ৮ ডিগ্রী, ২২ এপ্রিল ৩৮ দশমিক ২ ডিগ্রী, ২৩ এপ্রিল ৩৮ দশমিক ৬ ডিগ্রী ও বৃহস্পতিবার ২৪ এপ্রিল সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবীদ সাঈদ আহমদ চৌধুরী জানান, এপ্রিল ও মে মাসজুড়ে সারা দেশে গরম অব্যাহত থাকবে। গরমেরর তীব্রতা গত কয়েকদিন ধরে অব্যাহত আছে। যা স্বাভাবিকের তুলনায় ৮ থেকে ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি। তা আরো কয়েকদিন থাকবে। তবে দু’এক দিনের মধ্যে কোনো স্বসি-র খবর নেই। তবে আশার কথা হচ্ছে, দুই তিন দিন পর পরিসি’তি কিছুটা সহনীয় হতে পারে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License