আমাদের সিলেট ডটকম:
সিলেটের লালবাজারের এক চা-পাতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মোগলাবাজার থানা পুলিশের একটি দল সিকন্দরপুর গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম- কামাল মিয়া (৩৯)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিকন্দরপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৭ টার দিকে কামাল মিয়া বাড়ির কাউকে কিছু না বলে বাহিরে বের হয়ে আর ফিরে বাড়িতে আসেননি। বাড়িতে ফিরতে না দেখে তার পরিবার তাকে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুজি করতে থাকেন। শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয় লোকজন তার নিজ পুকুরে লাশ ভেসে উঠতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত কামাল মিয়ার এক ছেলে ও এক মেয়ে শিশু রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
লাশের সোরতহাল প্রস্তুতকারী মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, লাশ উদ্ধারের সময় তার শরীরের কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এটা হত্যা না অন্য কিছূ। আজ সন্ধ্যার দিকে ময়না তদন- শেষে নিহতের লাশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
সিলেটের পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
Saturday, April 26, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment