অবশেষে সিলেটের কয়েকটি উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে
প্রত্যাশিত বৃষ্টি হয়েছে ॥ স্বস্তি এসেছে জনজীবনে
নিজস্ব প্রতিবেদক : অবশেষে সিলেটের কয়েকটি উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে প্রত্যাশিত বৃষ্টি হয়েছে। এতে খানিকটা স্বস্তি এসেছে তীব্র দাবদাহে অতীষ্ঠ জনজীবনে। আরো বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলায় হঠাৎ করে বৃষ্টি নেমে আসে; কিন্তু তা স্থায়ী হয় মাত্র ৫ মিনিট। তবে এতেই মানুষ স্বস্তির নিশ্বাস ফেলে।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টিও হয়। বয়ে যায় ঝড়ো হাওয়া। এতে বোরো ফসলের ক্ষতির আশংকা করা হচ্ছে।
বিয়ানীবাজার উপজেলায়ও ঝড় হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। ফলে রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
কানাইঘাট উপজেলায়ও ঝড়ো হাওয়া বয়ে যায়।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, বিকেলে সিলেট মহানগরী ও আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা ছিল; কিন্তু দমকা বাতাসে মেঘ উত্তর দিকে সরে গেছে। ফলে সীমান্ত এলাকায় বা সীমান্তের ওপারে বৃষ্টি হতে পারে।
সিলেটে শুক্রবার তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
No comments:
Post a Comment