শাবিপ্রবিতে যৌন হয়রানির জন্যে অভিযুক্ত শিক্ষক ও কর্মচারীর
বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবস্থা গ্রহণ না করায় উপাচার্য অবরুদ্ধ
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা উপাচার্য ভবন প্রায় একঘণ্টা অবরোধ করে রেখেছিল।
লোক প্রশাসন বিভাগের এক ছাত্রীকে এক কর্মচারীর যৌন হয়রানি ও শিক্ষক নাসির উদ্দিনের ওই ছাত্রী সম্পর্কে অশালীন মন্তব্যের দায়ে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে সিন্ডিকেটের সভায় কোন ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থীরা মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছে, উল্লেখিত যৌন হয়রানির ঘটনার ব্যাপারে মঙ্গলবার সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়; কিন্তু তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
পরে অবরোধ প্রত্যাহার করে নিয়ে শিক্ষার্থীরা ঘোষণা করে, বুধবারের মধ্যে ছাত্রীকে যৌন হয়রানির ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘট শুরু করবে।
No comments:
Post a Comment