দৈনিক তিনশ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে সিলেটে
চা শ্রমিকদের মিছিল সমাবেশ স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক : দৈনিক মজুরি ৩শ টাকা নির্ধারণ, সরকার ঘোষিত গেজেট অনুযায়ী উৎসব বোনাস প্রদান, সবেতন সাপ্তাহিক ছুটি, অতিরিক্ত কাজের মজুরি ও পূর্ণাঙ্গ রেশন চালু এবং চা শ্রমিক সন্তানদের এইচএসসি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবিতে সিলেটে চা শ্রমিকরা মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের শাখা সংগঠন চা শ্রমিক সংঘ সিলেট ভ্যালি কমিটির উদ্যোগে রবিবার ২০ এপ্রিল সকালে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয় স্মারকলিপি। এতে অন্য যেসব দাবি উল্লেখ করা হয় সেগুলো হলো, চা পাতার ওজনে কারচুপি বন্ধ, সকল বাগানে এমবিবিএস পুরুষ ও মহিলা ডাক্তার নিয়োগ, চা শিল্পে শ্রম আইন কার্যকর, চা বাগানে কলেজিয়েট স্কুল স্থাপন, চা শ্রমিক সন্তানদের শিক্ষা লাভের পূর্ণ নিশ্চয়তা বিধান ও শ্রম আইন বাস্তবায়ন করা।
সকাল ১০টায় মালনিছড়া চা বাগানে পূজামণ্ডপ প্রাঙ্গণে জমায়েত হয়ে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে স্বাক্ষর করেন চা শ্রমিক সংঘ সিলেট ভ্যালি কমিটির নেতা রাধামনি মুন্ডা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চা শ্রমিক নেতা বিমল গঞ্জু, জয়মাত্ম কুর্মি, সুনীল মুধী ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ।
No comments:
Post a Comment