আমাদের সিলেট ডটকমঃ
সিলেট সিটি কর্পোরেশনের তোপখানাস্থ নগরভবনের মেয়রের অস্থায়ী কার্যালয়ে ওয়াই-ফাই চালু করা হয়েছে।ওয়াই-ফাই প্রযুক্তি চালুর কারণে মেয়রের অস্থায়ী কার্যালয়ে অবস্থানকালে নাগরিকরা বিনাখরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কর্পোরেশনের প্রকৌশল বিভাগেও এই সুবিধা চালু করা হয়েছে। সিলেটের স্বনামধন্য ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা বিটিএস সিলেট সিটি কর্পোরেশনকে বিনামূল্যে এই সেবা প্রদান করছে। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে এই সুবিধা চালু করা হয়।
এসময় ওয়াই-ফাই সার্ভিস প্রদান সংক্রান্ত কাগজ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে হস্তান্তর করেন বিটিএস এর সিলেট ইনচার্জ লাপাজ আল মাহমুদ। ওয়াই-ফাই চালু বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে সিলেট সিটি কর্পোরেশনকে পিছিয়ে থাকলে চলবে না। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের সেবা কীভাবে আরও বৃদ্ধি করা যায় সেই দিকে সজাগ থাকতে হবে। মেয়র বলেন, বর্তমানে অনেকটা পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। সিটি কর্পোরেশনের নির্মানাধীন স্থায়ী কার্যালয়ের কাজ সম্পন্ন হলে পুরো নগরভবনকেই ওয়াই-ফাই এর আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এদিকে বিটিএস এর সিলেট ইনচার্জ লাপাজ আল মাহমুদ বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা সিটি কর্পোরেশনকে বিনামূল্যে এই সেবা প্রদান করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, বিটিএস সিলেটের সবচেয়ে পুরনো ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা। ১৬ বছর থেকে এই প্রতিষ্ঠান আধুনিক তথ্য ও প্রযুক্তি সেবা দিয়ে আসছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে ওয়াই-ফাই চালু
Thursday, April 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment