বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে কার্যকর বিরোধী দলের
বিকল্প নেই : সিলেটে ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের বিকল্প নেই।
সোমবার ২১ এপ্রিল দুপুরে সিলেট নগরভবনে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীরর সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে ৫ জানুয়ারির নির্বাচনের প্রয়োজন ছিল। নতুন সরকারের সাথে ব্রিটিশ সরকার সুসম্পর্ক রেখে কাজ করবে।
রবার্ট গিবসন বলেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করতে দেশের জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া দেশের নাগরিকদের সক্রিয়তার প্রয়োজন রয়েছে।
তিনি বিএনপিকে বিরোধীদল হিসেবে সঠিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করে ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ অবশ্যই মুক্ত সমাজ ব্যবস্থা, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারে বিশ্বাস করে।
রবার্ট গিবসন এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে একান্তে কথা বলেন।
No comments:
Post a Comment