তাজ উদ্দিনের ওপর হামলা : আরো এক সপ্তাহ সময় বেধে দিলেন সাংবাদিকরা

Saturday, April 26, 2014

আমাদের সিলেট ডটকম:

দৈনিক সিলেটের ডাক-এর ডেপুটি চীফ রিপোর্টার ও সিলেট জেলা বারের সদস্য এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার নগরীতে মিছিল সমাবেশ করেছেন সাংবাদিকরা। সিলেট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেফতারে সিলেটের প্রশাসনকে আরো এক সপ্তাহ সময় বেধে দিয়েছেন তারা। এই সময়ের মধ্যে আসামীরা গ্রেফতার না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা।

নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল সাড়ে ১১টায় মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে এক সমাবেশ মিলিত হয়।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশ বক্তারা বলেন, শুধু সাংবাদিক নয়, সিলেটের যে কোন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন সাংবাদিকরা। প্রশাসনকে বার বার সময় বেধে দিলেও সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিনের উপর হামলাকারী মূল সন্ত্রাসী সনি ও সোহেলকে এখনো আইনের আওতায় নিয়ে না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা অনতি বিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাবেক সভাপতি আতাউর রহমান রহমান আতা, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন স্টাফ রিপোর্টার বদর্বল কাদির শিহাব ও ইমজার সাবেক সেক্রেটারী শাহাব উদ্দিন শিহাব।

উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি বদর্বদ্দোজা বদর, সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভি’র সিলেট প্রতিনিধি আব্দুল মালিক জাকা, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক পুণ্যভূমির বার্তা সম্পাদক আ.ফ.ম. সাঈদ, আরটিভির সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক র্বনু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও প্রভাত বেলা সম্পাদক কবির আহমদ সোহেল, সিলেটের ডাক-এর সহ-সম্পাদক সেলিম আউয়াল ও ভানুজ কান্তি ভট্টাচার্য, ওকাস সভাপতি খালেদ আহমদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু, সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, এনএনবি’র সিলেট প্রতিনিধি খায়র্বল জাফর চৌধুরী, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এমএ মতিন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক কাজিরবাজারের বার্তা সম্পাদক সোয়েব বাসিত, বাংলাভিশনের সিলেট প্রতিনধি শামসুল ইসলাম শামীম, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুকিত অপি, প্রেসক্লাবের নির্বাহী সদস্য নূর আহমদ ও মো. মুহিবুর রহমান, দৈনিক দুনিয়া আখেরাতের চিফ রিপোর্টার মো. আমির্বল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও সুনীল সিংহ, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ ফটোগ্রাফার জাবেদ আহমদ, সময় টিভির ক্যামেরাম্যান দিগেন সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরী, দৈনিক কাজিরবারের স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, বাসসের জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক প্রমুখ, বাসস এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার, বিশিষ্ট কলামিস্ট এমএ মালেক চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, দৈনিক সিলেটের ডাক-এর গোবিন্দগঞ্জ প্রতিনিধি বদর উদ্দিন আহমদ, সিলেট সংলাপের ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, জালালাবাদের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন, বাংলা টিভির ক্যামেরাপার্সন আলমগীর হোসেন, এটিএন বাংলার ফটোগ্রাফার মুন্সি ইকবাল প্রমুখ।


sang2 sang3





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License