আমাদের সিলেট ডটকম:
সিলেটে নগরীতে প্রকাশ্য দিবালোকে অপহৃত হলেন এক ব্যবসায়ী। রোববার সকাল ১১টায় সিলেট নগরীর রিকাবীবাজার স্টেডিয়াম এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।অপহৃত ব্যবসায়ী শমসের আলী সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে এক আত্মীয়কে দেখতে রিকাবীবাজারস্থ মাদার কেয়ার ক্লিনিকে আসেন শমসের। আত্মীয়কে দেখে ক্লিনিক থেকে বের হওয়ার পর একটি মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। এরপর মাইক্রোবাসের ভেতর থেকে কয়েকজন যুবক বের হয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেন। এরপর থেকে শমসেরের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
শমসেরের বড় ভাই রেজওয়ান আহমদ জানান, শমসেরের কোনো শত্রু নেই। তিনি আর্থিকভাবেও খুব বেশি স্বচ্ছল নন। তাই অপহরণের কোনো কারণও তিনি খুঁজে পাচ্ছেন না। অপহরণের ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান রেজওয়ান। শমসেরের দুই কন্যা সন্তানের জনক বলে জানান তার ভাই।
এ ব্যাপারে সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অহপরণের কোনো খবর পুলিশ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment