মাত্র আধাঘণ্টার ৫ মিলিমিটার বৃষ্টিতেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন
প্রকৃতির তপ্ত দাহনে দগ্ধ সিলেটবাসী
নিজস্ব প্রতিবেদক : শেষপর্যন্ত পুরো সিলেটে কাঙ্ক্ষিত বৃষ্টি হয়েছে। মাত্র আধাঘণ্টার ৫ মিলিমিটার বৃষ্টিতেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন প্রকৃতির তপ্ত দাহনে দগ্ধ সিলেটবাসী। অপেক্ষার প্রহর গোণা শেষ হওয়ায় সবাই প্রাণ ফিরে পেয়েছেন।
শনিবার ২৬ এপ্রিল বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। তখনই স্পষ্ট হয়ে যায় বৃষ্টি নামবে। তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন।
আকাশ থেকে বারি ঝরতে শুরু করে সন্ধ্যা ৭টার দিকে। প্রথমে বৃষ্টি নামে মহানগরীর বাইরে বিশ্বনাথ, বালাগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায়। আর সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রত্যাশিত বৃষ্টির নাগাল পান মহানগরবাসী। এর আগে দমকা বাতাস জনমনে অনেকটা স্বস্তি এনে দেয়।
সিলেটে সর্বশেষ বৃষ্টি হয় ১৭ এপ্রিল। এরপর শুরু হয় তীব্র দাবদাহ। আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করে। অবশ্য পরদিন থেকে তাপমাত্রা কমতে থাকে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রত্যাশিত বৃষ্টি ছিল হালকা। সঙ্গে ছিল ঝড়ো বাতাস আর বজ্রপাত। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এই ঝড়ো বাতাস আর বজ্রপাত উপেক্ষা করেই সিলেটবাসী স্বস্তির বৃষ্টিতে অবগাহন করেন।
চলমান ছবিতে ক্লিক করে ভিডিওচিত্র দেখুন।
No comments:
Post a Comment