বিএনপির ঐক্যে কাঁপছে আওয়ামীলীগ

Thursday, April 24, 2014

আমাদের সিলেট ডটকম:

সুনামগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারে বিএনপির ঐক্যে তাদের দলের ভেতরে কাঁপন শুরু হয়ে গেছে, যার কারণেই মন্ত্রী-এমপিদের মাথা খারাপ হওয়ার অবস্থা। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত করার জন্যে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তা আমার একার পক্ষে সম্ভব নয় বলেই সকলের সার্বিক সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। এ জন্য খণ্ডিত সুনামগঞ্জ জেলা বিএনপিকে এক করতে আমি সদা প্রস্তুত, প্রয়োজনে যে কোন জায়গায় গিয়ে দলের স্বার্থে তৃণমূলের ত্যাগি নেতাকর্মীদের নিয়ে আলোচনা করতেও রাজি আছি। আর সবাই এক হয়ে কাজ করে আগামী নির্বাচনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়ে প্রমাণ করি, আমাদের ওপর দেশনেত্রীর আস্থা ও ভালোবাসার বদলা দিতে পারি। নাছির উদ্দিন চৌধুরীকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিশাল গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। নাছির উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ভোটারবিহীন নির্বাচনে জয়লাভ করে দেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এ দেশ থেকে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়, তিনি তাদের এ অবৈধ ক্ষমতার স্বাধ চিরতরে বিনষ্ট করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ব আহ্বান জানান। তিনি মিডিয়াসহ সর্বস্তরের জনতার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ম্যাডাম খালেদা জিয়া আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, অখণ্ড ও নির্দলীয় জেলা-উপজেলা এবং অন্যান্য শাখা কমিটি গঠন করতে পারি, সে জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

প্রবীণ বিএনপি নেতা আব্দাই মিয়ার সভাপতিত্বে ও দিরাই পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এমএ মালেক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতিকান- দাস, ডা. ফারুক আহমদ, শেখ আব্দুল লতিফ। সংবর্ধনা সভায় উপসি’ত ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, প্রবীণ বিএনপি নেতা হাজী আব্দুল জলিল সরদার, আমির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চৌধুরী, কবির মিয়া, সুনুর উদ্দিন, কাউন্সিলর মিজানুর রহমান মিজান, মতিউর রহমান, সিনিয়র বিএনপি নেতা রশিদ আহমদ বাচ্ছু, সামছুল আলম তালুকদার, সিলেটস’ সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, মুহাজিদ উদ্দিন রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তকব্বুর প্রমুখ। এর আগে নাছির উদ্দিন চৌধুরীকে সিলেট থেকে দিরাই পর্যন্ত রাস্তায় সংবর্ধনা দেয়া হয় ও বিভিন্ন পথসভায় তিনি বক্তব্য রাখেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License