শীর্ষ নিউজ: লংমার্চ কর্মসূচি সফল হয়েছে মন্তব্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পারলাম লংমার্চের কারণে ভারত তিস্তায় কিছুটা পানি ছেড়েছে। এটা লংমার্চের প্রাথমিক সাফল্য। আমরা সাময়িক নয়, পুরোপুরি সফলতা চাই।
মঙ্গলবার বিকেলে গাইবান্ধা গোবিন্দগঞ্জ লংমার্চের পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। যার জন্য তারা তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা আনতে পারবে না। তাই অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সে সরকার আমাদের পানির অধিকার ফিরিয়ে আনতে পারবে।
পুলিশ প্রশাসনের উদ্দেশ্য ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার চিরদিন ক্ষমতায় থাকবে না। বিএনপি অতীতেও ক্ষমতায় ছিল ভবিষ্যতেও ক্ষমতায় আসবে। তাই আওয়ামী লীগের নেতাদের কথায় বিরোধী দলের উপর নির্যাতন করবেন না। সব কিছুর জবাব সময় মতো দেওয়া হবে।
No comments:
Post a Comment