রাতারগুলে স্থাপনা নির্মাণ বন্ধের আশ্বাস # আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে জলার বন সংরক্ষন কমিটি

Tuesday, April 22, 2014

আমাদের সিলেট ডটকম:

রাতারগুল জলারবনে বন বিভাগের স্থাপনা নির্মাণ বন্ধের আশ্বাসের প্রেক্ষিতে সিলেটের পরিবেশ কর্মীরা তাদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে।

মঙ্গলবার দুপুর থেকে টানা ৭ ঘন্টা কর্মসূচি পালনের এক পর্যায়ে সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক পরিমল চন্দ্র পাল স্থাপনার নির্মাণ কাজ বন্ধ রাখার আশ্বস দিলে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন রাতারগুল জলার বন সংরক্ষন কমিটি।

এর আগে দেশের একমাত্র মিঠাপানির বন রাতারগুল জলারবনে বন বিভাগের স্থাপনা নির্মান বন্ধের দাবিতে দুপুর থেকে বিভাগীয় বন অফিসের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করে রাতারগুল জলার বন সংরক্ষন কমিটি। একপর্যায়ে তাদের সাথে যোগদেন সিলেটের পরিবেশবাদী সংগঠনের কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

দেশের একমাত্র মিঠাপানির বনে ইকো ট্যুরিজমের নামে বনের ভেতর ওয়াচ টাওয়ার ও স্টাফ কোয়ার্টার, ইটের রাস্তা তৈরী করছে বন বিভাগ। এছাড়া বনের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়ারও উদ্যোগ নেয়। এতে হুমকির মুখে পড়বে দেশের একমাত্র জলারবনটির জীববৈচিত্র্য। জলারবন সুরক্ষার বদলে প্রকল্প গ্রহণ করে পর্যটনকেন্দ্রে পরিণত করে একে ধ্বংসের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। রাতারগুলে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন ছাড়াও পরিবশে ও বণ মন্ত্রনালয় বরাবর প্রকল্প বন্ধের দাবিতে গত ১৩ই এপ্রিল স্মারকলিপিও দেওয়া হয়। সব শেষে কোন ফলাফল না পেয়ে অনশনে নেমেছিল পরিবেশ কর্মীরা।

রাতারগুল জলার বনকে পর্যটক বান্ধব নয় বরং তা যেন প্রকৃতিবান্ধব অবস্থায় থাকে এই আহবানে বনবিভাগের প্রকল্পের কাজ বন্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন রাতারগুল জলারবন সংরক্ষণ কমিটির আহবায়ক ও জাসদের সভাপতি লোকমান আহমদ, সুজন এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এডভোকেট মোহিত লাল ধর, বাসদের সদস্য রনেন সরকার রনি, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল-হাদী, মোজাহিদ হোসেন মুনিম, সম্মিলিত নাট্য পরিষদ এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, ছড়ামঞ্চের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, নবশিখা নাট্যদল এর সভাপতি রকিবুল হাসান রুমন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গ্রীন এক্সপো সোসাইটির গবেষনা পরিষদ প্রধান মাসুম বিল্লাহ, সদস্য মেহেদী হাসান মজুমদার, নগর নাট এর সদস্য চৌধুরী নইম বিন আতিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাধিকার সভাপতি মওদুদ আহমেদ, ও জয় প্রকাশ রায়, পরিবেশপ্রেমী ও সংস্কৃতিকর্মী রুবেল আহমদ কুয়াশা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অনিমেষ ঘোষ, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের, সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্র দাস বিশু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, আব্দুর রহমান লিমন, ইমরান খান, এমদাদুল হক চৌধুরী মামুন, মনিরুল ইসলাম মনির, বিধান কৃষ্ণ রায় বাপ্পা, পরিবেশকর্মী জুয়েল আহমদ, মো. বুলবুল আহমদ, মো. শরীফ উদ্দিন, বদরুল ইসলাম চৌধুরী শ্রমিক নেতা আবু ইউসুফ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল, রাতারগুল গ্রামবাসী আমির আলী,স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি মো. রাশেদুজ্জামান রাশেদ, চাকুরিজীবী দিলওয়ার হোসেন, সামাজিক সংগঠন নিনাই্ এর সভাপতি তায়েফ আহমদ চৌধুরী, মো. জৈন উদ্দিন, সংস্কৃতিকর্মী দেবব্রত চৌধুরী লিটন, গনমাধ্যমকর্মী এটিএন বাংলার ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, এনটিভির আঞ্চলিক প্রধান মঈনুল হক বুলবুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান সাকির হোসাইন, সময় টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, চ্যানেল টুয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার গোলজার আহমদ, চ্যানেল নাইন এর স্টাফ রিপোর্টার দেবাশীষ দেবু, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার বিপ্লব দেব, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফয়সল আমিন, এনটিভির রিপোর্টার মারুফ আহমদ, চ্যানেল এস এর রিপোর্টার মোয়াজ্জেম হোসেন সাজু, এটিএন বাংলার ক্যামেরাপার্সন ইকবাল মুন্সি, যমুনা টিভির ক্যামেরাপার্সন ফয়সল আহমদ মুন্না ও নিরানন্দ পাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন গোপাল বর্ধন, বৈশাখী টিভির ক্যামেরাপার্সন শামীম হোসাইন, চ্যানেল নাইন এর ক্যামেরাপার্সন সোহাগ যাদু, সময় টিভির ক্যামেরাপার্সন নৌসাদ আহমেদ চৌধুরী, ফটো সাংবাদিক আফজাল হোসেন, ব্যবসায়ী ফকর উদ্দিন মাহমুদ, আব্দুল মোমিন ইমরান, শেখ আব্দুল মজিদ, মো. মোবারক হোসেন পাপ্পু, মো. মোস্তাফিজুর রহমান সুমন, চ্যানেল টুয়েন্টিফোর এর ক্যামেরাপার্সন দিপু, প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ, দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License