আমাদের সিলেট ডটকম:
চ্যানেল আই’এর উপস্থাপক ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় প্রেসিডেয়াম সদস্য মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটেও ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা আহূত অর্ধদিবস পালিত হয়েছে। তবে সিলেটে এ হরতাল ছিলো ঢিলেঢালা ও শান্তিপূর্ণ। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলে ২ টা পর্যন্ত। হরতাল চলাকালীন সিলেট নগরী ও শহরতলিতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে এসএমপি সূত্রে জানা গেছে। এ হরতালে সিলেট থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও নগর ও শহরতলিতে সিএনজি এবং ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ছিলো স্বাভাবিক। এছাড়াও সিলেট স্টেশন থেকে সময়মতো রেল ছেড়ে যাওয়ায় সিলেটের সাথে রেলযোগাযোগ ছিলো স্বাভাবিক। কোথাও কোনো পিকেটিংয়ের ঘটনাও ঘটেনি। তবে খন্ড খন্ড ৩-৪টি মিছিল ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতাকর্মীরা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে সিলেট নগরীর সিটি পয়েন্টে ইসলামী ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী হেলালী ও মহানগর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন হেলালীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তারা কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। পরে নেতাকর্মীরা কোর্ট পয়েন্ট এলাকা ছেড়ে যান।
এদিকে, হরতালের কারণে নগরীর ব্যস্ততম এলাকার প্রধান সড়কের পার্শ্ববর্তী বিপণীবিতান ও দোকানপাট খুলে দুপুর ১২টার দিকে।
এ ব্যাপারে ইসলামী ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন হেলালী জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সিলেটে অর্ধদিবস হরতাল পালন করেছি। আগামীতে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে তা পালনে সিলেটের নেতাকর্মীর রাজপথে ঝাঁপিয়ে পড়বে। রোববার সকালে তাদের মিছিলে পুলিশি বাধার নিন্দাও জানান তিনি এসময়।
হরতালের সার্বিক বিষয়ে এসএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, নগরীর সব কটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ছিলো (এবং থাকবে সন্ধ্যা পর্যন্ত।) সব ধরণের নাশকতা এড়াতে পুলিশি এ কঠোর অবস্থান জানান তিনি। এছাড়াও সকল মোড়ে মোটরসাইকেল চালকদের ব্যাপক তল্লাশি করা হয়।
মাও. ফারুকী হত্যার প্রতিবাদে হরতাল সিলেট অর্ধদিবস শান্তিপূর্ণ \ ঢিলেঢালা
Sunday, August 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment