নতুন প্রজন্ম উচ্চশিক্ষিত হয়ে এই জনপদকে আলোকিত করবে – বিয়ানীবাজারের মাথিউরা উচ্চ বিদ্যালয়েরসুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

Saturday, March 1, 2014

আমাদের সিলেট ডকটম:

ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ানীবাজারের মাথিউরা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শিক্ষামন্ত্রী নুর্বল ইসলাম নাহিদ এমপি সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শোভাযাত্রায় স্কুলের প্রাক্তন ছাত্র মো. সেলিম উদ্দিন এমপিসহ শিক্ষাবিদ, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মাথিউরা উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, মাথিউরা একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানকার পূর্বপুর্বষদের অনেকেই তৎসময়ে উচ্চশিক্ষিত ছিলেন। নতুন প্রজন্ম যদি উচশিক্ষিত হয়ে এই জনপদকে আলোকিত করতে পারে তাহলে স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন সার্থক হবে। শিক্ষামন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার প্রতিবছর পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দিয়ে অনন্য রেকর্ড গড়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীরা দেশের শত্রু। বিএনপি তাদেরকে সাথে নিয়ে দেশের অগ্রগতি থমকে দিতে চাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের চেয়ে মৌলিক পরিবর্তনের দিকে আমাদের নজর দিতে হবে। শুধু ভবন নির্মাণ করলেই হবে না, আধুনিক বাংলাদেশ নির্মাতাদের উপযুক্ত শিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক পর্যায়ে ৯২ ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছে। আমাদের লক্ষ শতভাগ শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা। প্রতিবছর বাজেটের ১২ ভাগ অর্থ সুদ পরিশোধে ব্যয় হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, টাকার অভাবে টেন্ডার হওয়ার পরও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ কাজ আটকে আছে। আমাদের ৪ কোটি শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে দেশ পিছিয়ে পড়বে। তিনি বলেন, দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এক মিনিটের জন্যও বিদ্যুৎ যাবে না। শুধু বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত করতে বা পরিবর্তন কাজ করার সময় সঙ্গত কারণে বিদ্যুৎ থাকবে না। অথচ পাঁচ বছর আগে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা আমরা কল্পনা করতে পারিনি।

স্কুলের প্রাক্তন ছাত্র আব্দুল ফাত্তাহ বকশী, মামদুদ হোসেন ও ইকবাল হোসেন তারেকের যৌথ পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি সেলিম উদ্দিন এমপি বলেন, মাথিউরার নালবহরে জন্মগ্রহণ করে আমি গর্বিত। এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত। তিনি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সুবর্ণ জয়ন্তীর সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তোফাজ্জল হোসেন, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার, মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল ফতেহ ফাত্তাহ, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর একেএম গোলাম কিবরিয়া ও স্কুল পরিদর্শক কবির আহমদ, শিক্ষাবিদ আলী আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাথিউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, স্কুলের প্রাক্তন ছাত্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন চঞ্চল, প্রাক্তন ছাত্র স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ, বিশিষ্ট শিল্পপতি মুছলেহ উদ্দিন খান, প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী এনামুল মুমিন লোদী, প্রাক্তন ছাত্র সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল বারী, মাথিউরা ইউপি চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার, শিক্ষামন্ত্রীর বিশেষ সহকারি দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল।

এদিকে অনুষ্ঠানের প্রথমদিকে শিক্ষামন্ত্রী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্কুলের প্রবেশদ্বারে নির্মিত সুদৃশ্য স্মৃতিস-ম্ভের উদ্বোধন করেন। পরে সেমিনারের শুর্বতে সুবর্ণ জয়ন্তী স্মারকগ্রন’ উপপরিষদের আহ্বায়ক শিক্ষক ও সাংবাদিক খালেদ সাইফুদ্দীন জাফরী সম্পাদিত ‘সুবর্ণকথা’র মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুর্বল ইসলাম নাহিদ ও মো. সেলিম উদ্দিন এমপি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License