নবীগঞ্জে নিরাপদ পানির তীব্র সংকট ॥ নিচে নেমে গেছে
পানির স্তর ॥ অকেজো হয়ে পড়ছে নলকূপ
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে নিরাপদ (খাওয়ার) পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপ (টিউবওয়েল) দিয়ে পানি উঠছেনা। ফল মিলছেনা মোটর ব্যবহার করেও। বরং নলকূপগুলো অকেজো হয়ে পড়ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খাবার পানির এ সংকট দেখা দিয়েছে। তারউপর বোরো মৌসুমে বেশিরভাগ জমিতে শ্যালো মেশিন বসানোর ফলে পানির স্তর নেমে গেছে নিচে। ফলে উপজেলার ৩৫৪টি গ্রামের সাধারণ মানুষ মারাত্মক বিপাকে পড়েছেন।
সরজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন গ্রামের অধিকাংশ নলকূপই পানি না উঠার কারণে প্রায় অকেজো হয়ে পড়ে আছে। সাধারণ মানুষ তাই নিরাপদ পানির পরিবর্তে পুকুর-ডোবার পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছেন। এতে নানা ধরনের পেটের পীড়া ছড়িয়ে পড়ার আশংকা বিরাজ করছে।
তবে বিত্তশালী পরিবারগুলো মিনারেল ওয়াটার দিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়ে নিচ্ছে-এমন নজিরও পাওয়া গেছে।
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকার কয়েকটি বাড়িতে গিয়ে নলকূপের হাতল চাপলে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ফোটা ফোটা পানি পড়ছে।
গৃহবধূ মীরা রানী ও রওশন আক্তার জানান, নলকূপ থেকে এক কলস পানি ভরতে আধাঘন্টা লেগে যায়।
নবীগঞ্জ পৌরসভার গয়াহরি, কানাইপুর, রাজাবাদ, রাজনগর, মদনপুর, গন্ধা, শিবপাশা, আনমনু, আক্রমপুর, জয়নগর, মায়ানগর, শাখোয়া, কলেজপাড়া, সোজাপুর, রিফাতপুর ও মান্দারকান্দিসহ বিভিন্ন গ্রামে ঘুরে একই চিত্র দেখা গেছে।
No comments:
Post a Comment