আমাদের সিলেট ডটকম :
বৃটেনে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্টান (ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ) বিবিসিসির পাশাপাশি আত্মপ্রকাশ ঘটলো ইউকে বিসিসিআই এর।
বৃটেন এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, বাণিজ্য সম্ভাবনা আবিষ্কার ও তার কার্যকর বাস-বায়নের লক্ষ্যে ব্রিটেন-বাংলাদেশ বণিক সমিতি।
এনআরবি ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এর নেতৃত্বে গঠিত এ সমিতি ব্যবসায়ী ও উদ্যোক্তার পাশাপাশি উভয় দেশে আরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় দুটি দেশেরই সরকারকে দরকারি সহযোগিতা প্রানের ক্ষেত্রে কাজ করবে। উদ্যেক্তাদের মধ্যে শিল্পপতি ইকবালের পাশাপাশি ব্রিটেনের বরেণ্য ব্যবসায়ী শিল্পপতিরা রয়েছেন। এ সমিতির মাধ্যমে নতুন উদ্যোক্তাদের জন্য কনসালট্যান্ট নেটওয়ার্ক গড়ে তোলা হবে। যার মাধ্যমে উদ্যোক্তারা প্রয়োজনীয় ব্যবসায়িক পরামর্শ পেতে পারবেন। ইউকে বিসিসিআই এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সমপ্রতি এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে আরো রয়েছেন প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পর্যটন কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক বজলুর রশিদ এমবিই, টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্পন্সর ডিরেক্টর, ব্রিটানিয়া গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান এম এ রউফ জেপি, ব্রিটেনের ম্যানচেস্টারে প্রথম রেস্টুরেন্ট প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মমতাজ ডায়াগনস্টিক এর চেয়ারম্যান আব্দুল মালিক, শাহজালাল ইসলামি ব্যাংকের পরিচালক নাজমুল ইসলাম নুরু, ব্রিটেনে প্রায় এক ডজন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা, হোয়াইট ক্লিফ গ্রুপের স্বত্তাধিকারী আজাদ আলী, অরারেবল সোসাইটি অব লিংকনস ইন এর সম্মানিত সদস্য এবং ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার আনওয়ার বাবুল মিয়া, হোমল্যান্ড বীমা কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক জামাল উদ্দিন মোক্কোদুস।
ইউকে বিসিসিআই এর বিজ্ঞপ্তিতে নতুন সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে উল্লেখ করা হয়, সমিতির মূল দৃষ্টি থাকবে কনসালট্যান্ট নেটওয়ার্কিং, ফোরাম গঠন, প্রদর্শনী আয়োজন, বাণিজ্য মিশন আয়োজন, লেকচার এবং প্রেজেন্টেশনের পাশাপাশি শূণ্য থেকে কিভাবে ব্যবসা শুরু করা যেতে পারে সে ব্যাপারে উদ্যোক্তাদের পরামর্শ দেয়া হবে। ব্যবসায়িক খাতের বৃটেন ও বাংলাদেশের সর্বাধুনিক সুযোগ সুবিধার বিষয়ে সংগঠনের সদস্যদের সর্বশেষ তথ্য প্রদান করা হবে। বাংলাদেশ সরকারের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করে দুই দেশের ব্যবসায়িদের যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজের পরিকল্পনা গ্রহণ করা হবে। নবগঠিত ইউকে বিসিসিআই এর কাজ সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুই দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া নতুন প্রজম্মের উদ্যোক্তা তৈরি তাদের বিনিয়োগের নিরাপত্তাসহ সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।
বৃটেনে ব্যবসায়ীদের সংগঠন ইউকে বিসিসিআই এর আত্মপ্রকাশ
Monday, April 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment