আমাদের সিলেট ডটকম :
যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কার্ডিফ সিটি কর্পোরেশনের ডেপুটি (লর্ড ) মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি সন-ান আলী আহমদ। কার্ডিফ সিটি কাউন্সিলরদের ভোটে গুরুত্বপূর্ণ এই ডেপুটি (লর্ড) মেয়র পদে আলী আহমদ নির্বাচিত হন।কার্ডিফ সিটি এন্ড কান্ট্রি কাউন্সিলের ৭৫ জন কাউন্সিলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট পান আলী আহমদ।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কার্ডিফ সিটির অত্যন্ত শক্তিশালী এক মহিলা কাউন্সিলর।
ডেপুটি (লর্ড) মেয়র হিসেবে আলী আহমদ কার্ডিফ সিটির অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি কার্ডিফ সিটির ব্যবসা- বাণিজ্য, অভিবাসন, সংস্কৃতির প্রসার উন্নয়নসহ কার্ডিফ সিটি এমবেসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদেশী রাষ্ট্রপ্রধান সহ যেকোন অতিথি এবং বৃটেনের রানী কার্ডিফ সফরকালে অভ্যর্থনাকারীর দায়িত্ব পালন করবেন আলী আহমদ। তিনি কার্ডিফ সিটি আর্মড ফোর্সেস রিপ্রেজেনটেটিভ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
২০১২ সালে ৩ মে অনুষ্ঠিত কার্ডিফ সিটি কর্পোরেশনের নির্বাচনে আলী আহমদ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। তার কর্মদক্ষতা যোগ্যতা ও সততা বিবেচনা করে এবার তাকে ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত করেন কাউন্সিলররা।
কাউন্সিলর আলী আহমদের জন্ম সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই ‘ছাহেব বাড়ীতে’। পিতা মরহুম আলাউদ্দিনের সাথে শিশুকালে যুক্তরাজ্যে পাড়ি দেন আলী আহমদ। তার দাদা পীরে কামিল আলৱামা জহির উদ্দিন আহমেদ নকশাবন্দি সিলেটের একজন সুনামধন্য পীরে কামিল। যুক্তরাজ্যে যাবার পর হাইরিজ কম্প্রিহেনসিভ স্কুলে অধ্যয়ন করেন আলী আহমদ। এরপর তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও সমাজসেবামূলক কাজে আত্ননিয়োগ করেন।সমাজসেবায় অনন্য অবদানের জন্য ২০০৬সালে আলী আহমদ বৃটেনের কমিউনিটি এওয়ার্ডে ভূষিত হন। বৃটেনের মুলধারার রাজনীতির অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব আলী আহমদ কার্ডিফ কাউন্ট্রি লেবার পার্টির নির্বাহী সদস্য ও এথনিক অফিসার।
সিলেটের আলী আহমদ কার্ডিফ সিটি’র ডেপুটি মেয়র নির্বাচিত
Monday, April 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment