আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদাড় ক্রুডেন সোমবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন। বেলা ১১ টায় সিলেট নগর ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র আরিফুল হক চৌধুরী ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কানাডার হাই কমিশনারকে নগর ভবনে অর্ভ্যথনা জানান। পরে মেয়রের সাথে ঘন্টাব্যাপী বৈঠক করেন হাই কমিশনার হিদাড় ক্রুডেন।
এসময় কানাডার হাই কমিশনার হিদাড় ক্রুডেন সিলেট সিটিকে নিয়ে তার আগ্রহের কথা জানান এবং সিলেট সিটির বিভিন্ন বিষয়ে সম্পর্কে জানতে চান।
বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এসময় মেয়র সিলেট সিটির উন্নয়ন কর্মকান্ডে কানাডার বিভিন্ন সাহায্য সংস’াকে এগিয়ে আসার ব্যাপারে আহবান জানান।
কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ন সর্ম্পককে কাজে লাগিয়ে সিলেট সিটিকে কীভাবে আরও সুন্দর ও দুর্যোগ সহনশীল সিটিতে রূপান্তরিত করা যায় বৈঠককালে দুজনের মধ্যে এসব বিষয় প্রাধান্য দেওয়া হয়।
বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কানাডার হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা উপসি’ত ছিলেন। বৈঠকশেষে কানাডার হাই কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, মণিপুরী শাল এবং ক্রেস্ট প্রদান করেন সিটি কর্পোরশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটির মেয়রের সাথে কানাডার হাই কমিশনারের বৈঠক
Monday, April 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment