সিলেট মহানগর জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সভায়
দলের নেতা অ্যাডভোকেট জুবায়েরের মুক্তি দাবি
জামায়াতে ইসলামী সিলেট মহানগর নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী-বাকশালী সরকার তার নগ্ন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলায় জামিনের পরও নতুন সাজানো মামলায় গ্রেফতার দেখিয়ে জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে এক বছরের বেশি সময় ধরে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে।
তারা অভিযোগ করেছেন, সর্বশেষ রবিবার ৬ এপ্রিল সকল মামলায় জামিন লাভের পর জগৎজ্যোতি তালুকদার হত্যা মামলার মতো একটি সাজানো মিথ্যা মামলায় তাকে নতুনভাবে গ্রেফতার দেখানো হয়েছে, যা ন্যায় বিচারের জন্য হুমকি স্বরূপ এবং গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এর পূর্বে আরো ৪ বার জামিন লাভের পর এজাহারভুক্ত আসামি নয় এমন সাজানো মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ জনতার ধৈর্য্যরে বাধ ভেঙ্গে তা গণবিস্ফোরণে রূপ লাভ করবে।
বুধবার মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হাফিজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ ও মো. শাহজাহান আলী, অন্যতম নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন নাদের, জাহেদুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট আব্দুর রব।
No comments:
Post a Comment